বিরহ | ছোটগল্প
রশ্মির অপেক্ষা
রশ্মির বাবা-মা অনেক বুঝিয়েও রশ্মিকে ওপরের চারতলা থেকে নীচে নামাতে পারে না। প্রথম প্রথম তেমন কিছু না ভাবলেও এখন ভাবে। এটা এই গত তিন মাস ধরেই চলছে।
রশ্মি কালো মেঘ দেখলেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মনে মনে ডাকে ওরে আয়! না মেঘকে নয়, বৃষ্টিকে। বৃষ্টি তার কামনার। বৃষ্টি পড়লেই না- সুহাস আসে! সুহাস এসে তাকে আদর করে। চুমু খায়। জড়িয়ে ধরে, বুকে মাথা দিয়ে উষ্ণতা ছড়ায়, দুজনেই কামনায় উত্তেজিত হলে বিছানায় মিলন সারে। তারপর আরো- আরো আনন্দ…
দুজনেই অনাবৃত শরীরে,
বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির জলে ভেজে আর দুজন দুজনকে আদর করে… মেঘ ঘন হয়, বাজ
পড়ে, শেষে নামে মুষলধারে বৃষ্টি… কিন্তু… কিন্তু সুহাস আসে না। তিনমাস ধরে রশ্মি
অপেক্ষায় আর অপেক্ষায়…
বাড়ির কেউ কিছুই জানে না। সুহাস যে লুকিয়ে আসত! যদিও রশ্মি জানে সুহাস আর কোনোদিনই আসবে না, আসতে পারবে না। চলন্ত ট্রেন থেকে পড়ে সে যে মারা গেছে, তা প্রায় মাস তিনেক আগের ঘটনা! বন্ধু মারফত খবর আসে।
কিন্তু যখন মেঘ জমে, যখন আকাশ ঝেঁপে বৃষ্টি নামে তখন রশ্মি সব ভুলে যায়। স্মৃতি এসে ভিড় জমায় তার মনে আর রশ্মি থাকে সুহাসের অনন্ত অপেক্ষায়…
সমাপ্ত
No comments:
Post a Comment