বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
গৌরী বিশ্বাস মৌ
অভিমান
ডাকব না আর ফিরে আয়
বলে
আমায় ভালবাস
শূন্য করে রেখে গেলি বুক
ভেঙে দিলি বিশ্বাস।
সবাই কেমন বেহিসাবি
রাখে না মনের খোঁজ
তোর মতো কেউ বাসে না ভাল
ডাকে না আমায় রোজ।
আমার এই ভাঙা বুকে
স্মৃতি হয়েই থাক
নতুন কেউ এলে কাছে
তাকেই আগলে রাখ।
আমায় ভালবাস
শূন্য করে রেখে গেলি বুক
ভেঙে দিলি বিশ্বাস।
রাখে না মনের খোঁজ
তোর মতো কেউ বাসে না ভাল
ডাকে না আমায় রোজ।
স্মৃতি হয়েই থাক
নতুন কেউ এলে কাছে
তাকেই আগলে রাখ।
ভালো লাগলো
ReplyDelete