বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
হিমশীতলতা
আমার শব্দ আজ কার পরিণীতা?
তোমার চলে যাওয়া, বড় বাজে বুকে
যেন বুকের ভেতর ছ্যাঁৎ করে গরম ছ্যাঁকা
এ আমার বড় কঠিন পথ, কিশোরী কালের
তোমার চলে যাওয়া, বড় বাজে বুকে
যেন বুকের ভেতর ছ্যাঁৎ করে গরম ছ্যাঁকা
এ আমার বড় কঠিন পথ, কিশোরী কালের
কালো নদীর রেখা বয়ে গেছে
বুকের ভেতর বড় ভয়, বুকের ভেতর পিছুটান
এখন যে বড় অসময়, বুকের ভেতর বেজে ওঠে
মৃত্যুর চেয়েও কালো হিমশীতলতা
তুষারের দেশে ধাবমান হাওয়ার আঘাত।
বুকের ভেতর বড় ভয়, বুকের ভেতর পিছুটান
এখন যে বড় অসময়, বুকের ভেতর বেজে ওঠে
মৃত্যুর চেয়েও কালো হিমশীতলতা
তুষারের দেশে ধাবমান হাওয়ার আঘাত।
জয়িতার কবিতা মানেই কবিতার অতলে ডুব দিয়ে আমার কবিতার নব জন্ম।
ReplyDeletePrapti ♥️
Delete