বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
জয়ন্ত চট্টোপাধ্যায়
বিরহ-বৈরাগী
উড়ছে ধুলো গোধূলি রাগ হয়ে
গাছটি নীরব সাক্ষী হয়েছে দেখে
শায়িত সোনালি ধানের গন্ধ বয়ে
বিকেল হাঁটছে পশ্চিমা আলো মেখে।
ডালপালা জুড়ে অনেক দীর্ঘশ্বাস
প্রদোষ রেখেছে ফড়িংয়ের কাছে বাঁধা
একে একে খোলে যাপনক্লান্তিবাস
আলো বদলের নিয়মটি আছে ছাঁদা।
চলে গ্যাছে যারা অন্য মাটির টানে
রেখে গ্যাছে স্মৃতি গাছ ও নদীর কাছে
তাদের কাহিনি বিরহ পাতাটি জানে
ঘাটের চাতালে সব কথা লেখা আছে।
প্রান্তর জুড়ে বৈরাগী রাগ ভাসে
বাতাস বাজায় সুরগুলি এলোমেলো
ফুলেরা বেদনা মাখায় মন্দ বাসে
বিদায়ের পথে চেয়ে দ্যাখে তারা এলো!
গাছটি নীরব সাক্ষী হয়েছে দেখে
শায়িত সোনালি ধানের গন্ধ বয়ে
বিকেল হাঁটছে পশ্চিমা আলো মেখে।
প্রদোষ রেখেছে ফড়িংয়ের কাছে বাঁধা
একে একে খোলে যাপনক্লান্তিবাস
আলো বদলের নিয়মটি আছে ছাঁদা।
রেখে গ্যাছে স্মৃতি গাছ ও নদীর কাছে
তাদের কাহিনি বিরহ পাতাটি জানে
ঘাটের চাতালে সব কথা লেখা আছে।
বাতাস বাজায় সুরগুলি এলোমেলো
ফুলেরা বেদনা মাখায় মন্দ বাসে
বিদায়ের পথে চেয়ে দ্যাখে তারা এলো!
Excellent
ReplyDeleteThank you
Deleteখুব সুন্দর
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ
Delete