প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Wednesday, February 21, 2024

বিরহ | বিরহ-বৈরাগী | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

জয়ন্ত চট্টোপাধ্যায়

বিরহ-বৈরাগী


উড়ছে ধুলো গোধূলি রাগ হয়ে
গাছটি নীরব সাক্ষী হয়েছে দেখে
শায়িত সোনালি ধানের গন্ধ বয়ে
বিকেল হাঁটছে পশ্চিমা আলো মেখে।
 
ডালপালা জুড়ে অনেক দীর্ঘশ্বাস
প্রদোষ রেখেছে ফড়িংয়ের কাছে বাঁধা
একে একে খোলে যাপনক্লান্তিবাস
আলো বদলের নিয়মটি আছে ছাঁদা।
 
চলে গ্যাছে যারা অন্য মাটির টানে
রেখে গ্যাছে স্মৃতি গাছ ও নদীর কাছে
তাদের কাহিনি বিরহ পাতাটি জানে
ঘাটের চাতালে সব কথা লেখা আছে।
 
প্রান্তর জুড়ে বৈরাগী রাগ ভাসে
বাতাস বাজায় সুরগুলি এলোমেলো
ফুলেরা বেদনা মাখায় মন্দ বাসে
বিদায়ের পথে চেয়ে দ্যাখে তারা এলো!

4 comments:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)