প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Wednesday, February 21, 2024

বিরহ | পুবের বারান্দা | ফিরোজা খাতুন

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

ফিরোজা খাতুন

পুবের বারান্দা


কোনো বিক্ষত রাতে,
শূন্য শয্যা পাশে
আমায় পড়লে মনে,
চলে যেয়ো সেই পুবের বারান্দায়।
 
চৈত্রের শেষ আকাশে
হাজার হাজার তারার মাঝে,
অরুন্ধতী, চিত্রলেখা, কৃত্তিকারা জ্বলে,
ওদের মাঝে আমাকে খুঁজো।
 
পাশেই মত্ত মাধবী ফোটে,
কৌশিকী অনুরণন আবেগে
শরীর যদি কাঁপে, জেনো—
ওর গন্ধে আমার স্পর্শ‌ আছে।
 
শেষ রাতে, রাতের চলে যাওয়া—
নিঃস্ব আঁধার হারানোর শোকে,
রাতের কান্নায়, আমার অন্তিমযাত্রাকে ভেবো।
আলোর কোলাহলের আগে
হীন, দীন, মৃত্যুকে বহন করে,
ফিরে চলেছি সুদূর অনন্ত তিমিরে।
 
আমাকে দেখতে যদি চাও
শেষ রাতে পুবের বারান্দাতে এসো।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)