বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
মালা ঘোষ মিত্র
বীজ
দিনের শেষ বিকেলে সূর্যাস্তের আলো
আকাশ করে তোলে রক্তিমগাথা,
নিস্তব্ধতাকে উপলব্ধি
করতে
অনুল্লেখিত শব্দমালার বীজ হাতে নিয়ে।
নিজস্বতা আছে বলেই আজও
ভুলিনি।
অনন্য হয়ে থাকো,
মুগ্ধতা আসে এস্রাজে
বাসা বানাতে খড়কুটো গুছিয়ে রাখি
বিরহ বড্ড—
অনুল্লেখিত শব্দমালার বীজ হাতে নিয়ে।
অনন্য হয়ে থাকো,
মুগ্ধতা আসে এস্রাজে
বাসা বানাতে খড়কুটো গুছিয়ে রাখি
বিরহ বড্ড—
No comments:
Post a Comment