বিরহ | হলদে খাম
সুধাংশু চক্রবর্তী
সুদীপ্ত’র
বিরহ কালের চিঠি
প্রিয় সুদেষ্ণা,
আচ্ছা সুদেষ্ণা, মৌমাছিদের কি ভালবাসা বলে কোনো অনুভূতি থাকতে
নেই? মনে হয় নেই। থাকত যদি, ওরা কি দিনভর নিজেদের ব্যস্ত রাখত মধু সংগ্রহের কাজে? অথচ স্ত্রী বুলবুলির পিছনে
পুরুষ বুলবুলি, স্ত্রী মৌটুসীর পিছনে পুরুষ মৌটুসী, স্ত্রী টুনটুনির পিছনে… পাখিগুলো খুঁটে খাওয়া ভুলে কেন যে ছুটে মরছে একে অপরের পিছনে?
তোমার কথা রোজই মনে পড়ে
আমার। এই সেদিনও আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, ‘ভালবাসি, খুব ভালবাসি তোমাকে’। অথচ তুমি কিনা সব ভালবাসা ভুলে গিয়ে আচমকা চলে গেলে দূরে? এত দূরে যে একেবারে আমাদের নাগালের বাইরে চলে
যেতে হল তোমাকে?
রোজ রাতে কালো আকাশের বুক হাতড়ে শুধু তোমাকেই খুঁজি। একসময়ে নিরাশ হয়ে ফিরে আসতে হয় সেই ঘরে, একদিন যে ঘর থেকে তুমি বেরিয়ে গেলে অগস্ত্য যাত্রায়। আমার
হুহু মনকে সাথ দেয় দু’চোখের অফুরন্ত জলধারা। যেখানেই থাকো, এই ভালবাসার সপ্তাহে
রোজ একটা করে ভালবাসায় ভরা চিঠি লিখে
ফেলে যাব ডাকবাক্সে। জানি কোনোদিনও পৌঁছবে না তোমার কাছে, তবু লিখব। যেখানেই থাকো মন থেকে চাইছি, খুব-খুব ভাল থেকো। এখন রাখছি।
No comments:
Post a Comment