বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
অপর্ণা শীল ভট্টাচার্য
তবুও তোমাকে…
সমতলের জীবনকে টেনে ধরে
পাহাড়।
ভারী অদ্ভুত না...
মাধ্যাকর্ষণ সূত্রের এ এক উল্টো-পুরাণ।
থেকে থেকেই তাই ছুটে যাওয়া উৎসমুখে।
এবার যেতেই দেখি একদল পাহাড়
সারি দিয়ে দাঁড়িয়ে বলল, সু-স্বাগতম।
ওঠার পথে ওদের সাথে চলল আলাপ…
আলোয় ছায়ায় বোনা সুদীর্ঘ কথোপকথন।
ওদের মধ্যে একজন সুঠাম সবুজ পাহাড়কে
বড় ভাল লেগে গেল, তার ঝর্না মোড়া শরীর,
দেবদারু, পাইন আর ফার্নের পোশাক,
কী চমৎকার!
ইতস্তত করতে করতে বলেই ফেললাম— ভালবাসি।
কিচ্ছুটি না-বলে নিবিড় চোখে তাকালো শুধু।
তারপর গোটা সফর একসাথে হাত ধরে…
ভেবে বসলাম একসাথে এভাবেই গোটা জীবন।
তারপর...
যাওয়া থাকলেই ফেরাও বাঁধা থাকে অবশ্যই।
আমাকে অবাক করে হাত ধরে থাকল সে
আসার সময়েও, গোটা রাস্তায়, প্রতিটা বাঁকে…
ঝিঁঝির আওয়াজ ছাপিয়ে কথাও অনর্গল...
কিন্তু সমতলে পা দিতেই আমার হাতটা ছেড়ে
সেই যে পিছন ফিরল…
হতাশ মন ভাবছে যখন
তবে কি সবই আমার ভুল?
চকিতে মাথায় এল…
আসলে আমি ভুলেই গেছিলাম
পাহাড় কখনো নীচে নামে না।
ভারী অদ্ভুত না...
মাধ্যাকর্ষণ সূত্রের এ এক উল্টো-পুরাণ।
থেকে থেকেই তাই ছুটে যাওয়া উৎসমুখে।
এবার যেতেই দেখি একদল পাহাড়
সারি দিয়ে দাঁড়িয়ে বলল, সু-স্বাগতম।
ওঠার পথে ওদের সাথে চলল আলাপ…
আলোয় ছায়ায় বোনা সুদীর্ঘ কথোপকথন।
ওদের মধ্যে একজন সুঠাম সবুজ পাহাড়কে
বড় ভাল লেগে গেল, তার ঝর্না মোড়া শরীর,
দেবদারু, পাইন আর ফার্নের পোশাক,
কী চমৎকার!
ইতস্তত করতে করতে বলেই ফেললাম— ভালবাসি।
কিচ্ছুটি না-বলে নিবিড় চোখে তাকালো শুধু।
তারপর গোটা সফর একসাথে হাত ধরে…
ভেবে বসলাম একসাথে এভাবেই গোটা জীবন।
তারপর...
যাওয়া থাকলেই ফেরাও বাঁধা থাকে অবশ্যই।
আমাকে অবাক করে হাত ধরে থাকল সে
আসার সময়েও, গোটা রাস্তায়, প্রতিটা বাঁকে…
ঝিঁঝির আওয়াজ ছাপিয়ে কথাও অনর্গল...
কিন্তু সমতলে পা দিতেই আমার হাতটা ছেড়ে
সেই যে পিছন ফিরল…
হতাশ মন ভাবছে যখন
তবে কি সবই আমার ভুল?
চকিতে মাথায় এল…
আসলে আমি ভুলেই গেছিলাম
পাহাড় কখনো নীচে নামে না।
👍 👏
ReplyDeleteবেশ লিখেছেন।
ReplyDelete♥️
ReplyDelete