বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
অলক চক্রবর্তী
চলে গেলে তুমি— কথা ছিল না
ফেরার—
ফিরেও আসোনি— কিন্তু আমার
ভুলে যাওয়ারও কথা ছিল কি?
ছিল না কথা— মনে রাখারও বোধ
হয়।
তবু বিস্মৃতি কই—
ভুলতে কি পারলে গ্যালাক্সিচারীকে?
ভেসে আসে মাঝে মাঝে তোমার—
সচিত্র সুপ্রভাত!
বুলবুলি এ-গাছে ও-গাছে লাফায়
টুনটুনি ডাকাডাকি করে—
দোয়েল দূর থেকে শিস দেয়
আর উত্তরের জানালায়
তেরছা রোদ উঁকি মারে।
তুমি চলে গেছ, কিন্তু মাঝে
মাঝে
পাঠাও তোমার অনুগত হাওয়া—
সেই হাওয়া কখনও ঝড় হয়ে
খোলা জানালা দিয়ে ঢোকে
ওলট-পালট করে দেয়
ক্যালেন্ডারের চিরাচরিত বিন্যাস।
ফিরেও আসোনি— কিন্তু আমার
ভুলে যাওয়ারও কথা ছিল কি?
ভুলতে কি পারলে গ্যালাক্সিচারীকে?
সচিত্র সুপ্রভাত!
টুনটুনি ডাকাডাকি করে—
দোয়েল দূর থেকে শিস দেয়
আর উত্তরের জানালায়
তেরছা রোদ উঁকি মারে।
পাঠাও তোমার অনুগত হাওয়া—
সেই হাওয়া কখনও ঝড় হয়ে
খোলা জানালা দিয়ে ঢোকে
ওলট-পালট করে দেয়
ক্যালেন্ডারের চিরাচরিত বিন্যাস।
অসাধারণ চিত্রকল্পের বিন্যাস... খুব সুন্দর।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDelete