বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
উৎপলেন্দু দাস
নয়
অপার্থিব
যেতে দাও সব পার্থিব বিষয়
ভাসিয়ে দিয়ে সময়ের ভেলায়,
আকাশকে ডেকে বলো তোমায় দিলাম
বহমান নদী স্রোত ছুঁয়ে বলো তোমায় দিলাম
বাতাসের কানে কানে বলো তোমায় দিলাম।
ভাসিয়ে দিয়ে সময়ের ভেলায়,
আকাশকে ডেকে বলো তোমায় দিলাম
বহমান নদী স্রোত ছুঁয়ে বলো তোমায় দিলাম
বাতাসের কানে কানে বলো তোমায় দিলাম।
পৃথিবীকে বলো আমি তোমারই ছিলাম
ছড়িয়ে দিয়ো আমাকে তাই রোদ বৃষ্টি ঝড়ে,
যদি কেউ আবার কুড়িয়ে তুলে নেয় কোলে
প্রেমে পড়ব বার বার আকাশ নদী মাটির
প্রেমহীন অপার্থিব জীবন আমি চাই না।
ছড়িয়ে দিয়ো আমাকে তাই রোদ বৃষ্টি ঝড়ে,
যদি কেউ আবার কুড়িয়ে তুলে নেয় কোলে
প্রেমে পড়ব বার বার আকাশ নদী মাটির
প্রেমহীন অপার্থিব জীবন আমি চাই না।
No comments:
Post a Comment