বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
খগেশ্বর দাস
জলপ্রপাতের চিত্রকল্প
চলতে চলতে জেনেছি নদীর
স্রোতের গোপন
বাধা পেলে গর্জনে পতন,
কখনও দীনতা সহ্য নয়,
যেতে যেতে পাড় ভেঙে বিজয় ঘোষণা।
যেভাবে নিবিড় বনে
তীব্র দাবানল
অথবা পলাশ রঙের আগুন ওড়না ওড়ে
মনোমোহন ধ্বংসের ছবি
প্রপাতের গরিমা বাড়ায়।
আপাত সাগর যাত্রায়
নদীর বিরতি স্রোতের এই
অন্তরায়ে
বৃষ্টির প্রসঙ্গে আরও ধোঁয়াধার সুতীব্র গর্জন।
বাধা পেলে গর্জনে পতন,
কখনও দীনতা সহ্য নয়,
যেতে যেতে পাড় ভেঙে বিজয় ঘোষণা।
অথবা পলাশ রঙের আগুন ওড়না ওড়ে
মনোমোহন ধ্বংসের ছবি
প্রপাতের গরিমা বাড়ায়।
অন্তরায়ে
বৃষ্টির প্রসঙ্গে আরও ধোঁয়াধার সুতীব্র গর্জন।
No comments:
Post a Comment