বাতায়ন/সম্পাদকীয়/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
সম্পাদকীয়
অসির থেকে মসি শ্রেয়
পঞ্জিকাতে সদ্য বসন্তের
প্রথম পর্ব শেষ হল। ইতিমধ্যেই রুদ্রদেব তার ভয়ংকর অস্তিত্বের কথা জানান দিচ্ছেন। বিগত
কয়েক বছরের অভিজ্ঞতায় তার ভয়াল রুদ্ররূপ স্মরণ করলে শিউরে উঠতে হয়। দিনদুপুরে গা ছমছম
করে।
ঘটনাচক্রে রঙ্গমঞ্চও
প্রস্তুত। নিয়মানুযায়ী বিভিন্ন দল এবং তাদের ভিন্ন ভিন্ন কুশীলবও প্রস্তুত। তাঁরা সকলেই
রঙ্গ দেখাবেন এবং দর্শক তথা জনগণ রঙ্গ দেখবেন, অবশ্য মাননীয় (বেচারা) দর্শকবৃন্দের
এছাড়া আর কী-ই-বা করণীয়!
কবি-সাহিত্যিক, সাহিত্যসেবী,
সাহিত্যপ্রেমী ও সাহিত্যানুরাগী মানুষ জাতি-ধর্ম, দলমত নির্বিশেষে মানবতার পক্ষে চাইলেই
কলম ধরতে এবং সমর্থন করতে পারেন। আমাদের প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের অধিকাংশ
বাঙালির মুখের ভাষা ছিনিয়ে নেওয়ার কু-চেষ্টা হয়েছিল একদিন। তার প্রতিবাদে সিংহবিক্রমে
গর্জে উঠেছিলেন তাঁরা। বাকিটা ইতিহাস।
আমাদের বুদ্ধিজীবী মানুষ
যদি এখনও মানবতার জয়গান না করেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের কলম যদি গর্জে না ওঠে আজও,
তবে অন্যায়ের অন্যায় গর্ভ স্ফীত হবে। সাধারণ [ধান্ধাহীন] মানুষ কিন্তু তা মোটেই চান
না।
No comments:
Post a Comment