বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
ফটিক চৌধুরী
ছেচল্লিশ বছর পেরিয়ে এসে
স্রোতের বিপরীতে হেঁটে
চলেছি আমরা
প্রতিকূলতার জীবনে বয়ে যদি যায় যাক
একটু অনুকূলহাওয়া
এই বসন্তে যখন চারিদিকে
বিপুল পলাশ শিমুলের আয়োজন!
পাতা ওল্টাতে ওল্টাতে
ফিরে আসে যুবকবেলা
আমাদের সকলের জীবনের বসন্তদিন।
তোমার সঙ্গে প্রথম দেখা, প্রেম ও প্রণয়
প্রণয় থেকে পরিণয়, মরমে মরে যাওয়া
আজ ছেচল্লিশ বছর পেরিয়ে এসেও
সুখে দুঃখে, ঘুমে ও জাগরণে
আজও অমলিন পূর্বরাগের সেই দিনগুলি
এ যেন "কানের ভিতর দিয়া মরমে পশিল"।
প্রতিকূলতার জীবনে বয়ে যদি যায় যাক
একটু অনুকূলহাওয়া
এই বসন্তে যখন চারিদিকে
বিপুল পলাশ শিমুলের আয়োজন!
ফিরে আসে যুবকবেলা
আমাদের সকলের জীবনের বসন্তদিন।
তোমার সঙ্গে প্রথম দেখা, প্রেম ও প্রণয়
প্রণয় থেকে পরিণয়, মরমে মরে যাওয়া
আজ ছেচল্লিশ বছর পেরিয়ে এসেও
সুখে দুঃখে, ঘুমে ও জাগরণে
আজও অমলিন পূর্বরাগের সেই দিনগুলি
এ যেন "কানের ভিতর দিয়া মরমে পশিল"।
No comments:
Post a Comment