বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
পিয়ালী সেন
ছাড়তে দিলো না
বইয়ের মধ্যে লাল
গোলাপের পাপড়িগুলো শুকনো হোলো
শুকনো হোলো তবুও কেন পৃষ্ঠাগুলো ওলট-পালট?
বুকের মধ্যে মেঘ জমলে খুব গভীরে ঝড় ওঠে ঠিক
কেমন করে অনুভূতির আজও এমন নিপুণ বুনোট…!
অনুভূতি ঝালর বোনে... ঝালর
বোনে খুব গোপনে
শব্দ হয় না, দেখাও যায় না দুচোখ মেলে আজ,
পাপড়ি যেমন শুকনো তবু গোলাপ যাচ্ছে চেনা
মনের সব পাতা জুড়েও অনুভূতির তেমনি কারুকাজ…!
কারুকাজে বৃষ্টি ঝরে
যখন অবিরত…
একটানা সেই বৃষ্টিধারা বইয়ের ভাঁজে ঢাকছে ক্ষত
চলে এলাম, ফেলে এলাম, রেখে এলাম যা
বইয়ের ফাঁকে শুকনো গোলাপ ছাড়তে দিলো না…!
শুকনো হোলো তবুও কেন পৃষ্ঠাগুলো ওলট-পালট?
বুকের মধ্যে মেঘ জমলে খুব গভীরে ঝড় ওঠে ঠিক
কেমন করে অনুভূতির আজও এমন নিপুণ বুনোট…!
শব্দ হয় না, দেখাও যায় না দুচোখ মেলে আজ,
পাপড়ি যেমন শুকনো তবু গোলাপ যাচ্ছে চেনা
মনের সব পাতা জুড়েও অনুভূতির তেমনি কারুকাজ…!
একটানা সেই বৃষ্টিধারা বইয়ের ভাঁজে ঢাকছে ক্ষত
চলে এলাম, ফেলে এলাম, রেখে এলাম যা
বইয়ের ফাঁকে শুকনো গোলাপ ছাড়তে দিলো না…!
Ki sundor Ei kobitar sobdogulo!!!
ReplyDeleteBah.. Khub sundor..
ReplyDeleteSottie onuvuti jhalar bone, bunei chole!!! Ato sundor likhis ❤️❤️
ReplyDelete