বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
মহুয়া গাঙ্গুলী
অবেলায় বাঁশি
বেলা তখন পড়ে আসে দেখি, ছায়াঘেরা বুনোফুলের ঝোপে…
এক অজানা সংবাদে পাতাবাহারের সাজ;
হাওয়ায় ভাসা বসন্ত আঠেরো একুশের ভেলায়, ফাগের আগুন আগলিয়ে বেলাশেষের গোধূলি আলো,
নিভিয়ে ফেলে জমতে থাকা আগুন!
পোড়া হৃদয়, গন্ধ বড়ই উগ্র;
ফাগের আগুন মিলিয়ে দূরের ফানুস,
দগ্ধ জীবন বেহিসাবি হয়ে কষে
এক অজানা সংবাদে পাতাবাহারের সাজ;
হাওয়ায় ভাসা বসন্ত আঠেরো একুশের ভেলায়, ফাগের আগুন আগলিয়ে বেলাশেষের গোধূলি আলো,
নিভিয়ে ফেলে জমতে থাকা আগুন!
পোড়া হৃদয়, গন্ধ বড়ই উগ্র;
ফাগের আগুন মিলিয়ে দূরের ফানুস,
দগ্ধ জীবন বেহিসাবি হয়ে কষে
যোগ-বিয়োগের সিঁড়িভাঙায় সরল।
ছাড়িয়ে আলোর দিগন্ত জুড়ে আকাশ
ভাল্লাগেনার ফিশফিশানি যত প্রেমে,
হঠাৎই যেন কালো মেঘের কোল
বিরহী চাতক, যেচেই অকাল শ্রাবণ;
অবুঝ মন সবই তো যায় ভুলে!
অনুরাগের অনুনয়ের বোধ,
কাঙাল হয়েই ফল্গুধারায় প্রেম
আকাশ কালো অভিমানের গল্পে
পূর্বরাগ,
পৌরাণিক এক বহমান অনুভূতির প্লাবন
মুহূর্তের এক লহমায় ভুলি যদি,
আমিও তেমন মুহূর্তকে ছুঁয়ে
রাঙানো অষ্টাদশীতে বারে বারে ফিরি,
তুমিও না হয় আজ ফিরে এসো আবেদনের এক "একুশে"…
আকাশি নীলরঙা স্বয়ংবর সাজে।
ছাড়িয়ে আলোর দিগন্ত জুড়ে আকাশ
ভাল্লাগেনার ফিশফিশানি যত প্রেমে,
হঠাৎই যেন কালো মেঘের কোল
বিরহী চাতক, যেচেই অকাল শ্রাবণ;
অবুঝ মন সবই তো যায় ভুলে!
অনুরাগের অনুনয়ের বোধ,
কাঙাল হয়েই ফল্গুধারায় প্রেম
আকাশ কালো অভিমানের গল্পে
পূর্বরাগ,
পৌরাণিক এক বহমান অনুভূতির প্লাবন
মুহূর্তের এক লহমায় ভুলি যদি,
আমিও তেমন মুহূর্তকে ছুঁয়ে
রাঙানো অষ্টাদশীতে বারে বারে ফিরি,
তুমিও না হয় আজ ফিরে এসো আবেদনের এক "একুশে"…
আকাশি নীলরঙা স্বয়ংবর সাজে।
খুব ভাল লাগল
ReplyDelete