প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | পূর্বরাগ | উৎপলেন্দু দাস

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

উৎপলেন্দু দাস

পূর্বরাগ


শুধুই অনাবৃত আলোর বিচ্ছুরণ
অসহ্য আঁধারের নিস্তব্ধ প্রতিবেদন
নিতান্তই স্বাদ গন্ধ বিহীন প্রেম
যান্ত্রিক মিলনে বয়ে আনে না রস মাধুর্য
যদিও বা জাগে শরীর জাগে না নিদ্রাতুর মন।

আলো-আঁধারির সংমিশ্রণে থাকে আশ্চর্য দ্রবণ
কাছে আর দূরের কিছু শোনা, না শোনা কথাকলি
জেনেছিল শ্রীরাধা পূর্বরাগ ও বিরহ যন্ত্রণার কাহিনি
অধীর অপেক্ষায় যমুনার তীরে কুঞ্জ সাজিয়ে
ক্ষণিকের মিলনতিথির নিশিযাপন শেষে ।

হা কৃষ্ণ! হা কৃষ্ণ! আর্তনাদে কেঁদেছিল বাতাস
যমুনার জলে জেগেছিল উদ্‌বেল ঢেউ
পাড় ছাপিয়ে ভাসিয়ে শ্রীরাধার তনু মন,
বাঁশির পাগল সুরে নায়িকা মরেছিল প্রতিদিন
শ্যাম দিয়েছিল সাড়া তীব্র লিপ্সায় অঙ্গে অঙ্গ মিলিয়ে।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)