প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | ইহাকে কি পূর্বরাগ বলে? | বিজয় শীল

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

বিজয় শীল

ইহাকে কি পূর্বরাগ বলে?


তোর কথা শুনলে কেন যে সুখ মনচঞ্চল করা!
তোর খিলখিল হাসি, সন্ধ্যা-তন্দ্রালু বা লতা-কমনীয় কন্ঠজাদু কানের ভিতর দিয়ে মরমে পশিলে মন-আকাশে স্বপ্নের সাঁঝতারা!
তোর অসুখ

মনের ব্যথা-হাহাকার-কান্না আমার হৃদয়পুরে চৈত্রের ঝড়বৃষ্টি কথা!
তোর কথা কেউ মুখভর্তি বললে, তোর খবর-চিঠি কেউ পড়লে মনে হয় সব বসন্ত-কবিতা!
তোকে দেখিনি, শুনেছি আর শুনছি…
মনে মনে মন-ক্যানভাসে মোনালিসা আঁকছি!
 
এসব কি শুধুই পাগলামি?
নাকি অবুঝ মনে গোলাপ-কথার খনি?
এসব কি মুগ্ধচন্দ্র-বিগলিত জ্যোৎস্না?
নাকি রাগারাগির গল্পে চুপিচুপি পূর্বরাগের বর্ণনা?

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)