বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
বিজয় শীল
ইহাকে কি পূর্বরাগ বলে?
তোর কথা শুনলে কেন যে
সুখ মনচঞ্চল করা!
তোর খিলখিল হাসি, সন্ধ্যা-তন্দ্রালু বা লতা-কমনীয় কন্ঠজাদু কানের ভিতর দিয়ে মরমে পশিলে মন-আকাশে স্বপ্নের সাঁঝতারা!
তোর অসুখ
তোর খিলখিল হাসি, সন্ধ্যা-তন্দ্রালু বা লতা-কমনীয় কন্ঠজাদু কানের ভিতর দিয়ে মরমে পশিলে মন-আকাশে স্বপ্নের সাঁঝতারা!
তোর অসুখ
মনের
ব্যথা-হাহাকার-কান্না আমার হৃদয়পুরে চৈত্রের ঝড়বৃষ্টি কথা!
তোর কথা কেউ মুখভর্তি বললে, তোর খবর-চিঠি কেউ পড়লে মনে হয় সব বসন্ত-কবিতা!
তোকে দেখিনি, শুনেছি আর শুনছি…
মনে মনে মন-ক্যানভাসে মোনালিসা আঁকছি!
এসব কি শুধুই পাগলামি?
নাকি অবুঝ মনে গোলাপ-কথার খনি?
এসব কি মুগ্ধচন্দ্র-বিগলিত জ্যোৎস্না?
নাকি রাগারাগির গল্পে চুপিচুপি পূর্বরাগের বর্ণনা?
তোর কথা কেউ মুখভর্তি বললে, তোর খবর-চিঠি কেউ পড়লে মনে হয় সব বসন্ত-কবিতা!
তোকে দেখিনি, শুনেছি আর শুনছি…
মনে মনে মন-ক্যানভাসে মোনালিসা আঁকছি!
নাকি অবুঝ মনে গোলাপ-কথার খনি?
এসব কি মুগ্ধচন্দ্র-বিগলিত জ্যোৎস্না?
নাকি রাগারাগির গল্পে চুপিচুপি পূর্বরাগের বর্ণনা?
অপূর্ব
ReplyDelete