বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
সৈয়দ হাসমত জালাল
বসন্ত
যদিও বসন্ত এসেছে, তবু রাত্রির এ শেষ প্রহরে
কুয়াশায় ঢেকে আছে স্তব্ধ চরাচর
কুহুধ্বনি নেই, অস্ফুট স্বরে আমি ডাকছি তোমারই
নাম ধরে
এসো; মৃত্যুর, দূরতার নির্লিপ্তি ভেঙে
এসো উৎসুক ঘুমভাঙা ভোরের রশ্মিরেণু
অন্ধকারে শূন্যতায় ডুবতে ডুবতে তোমাকে আঁকড়ে আছি
হে বুভুক্ষা,
হে বিরহ, কাঁটাতার
কুয়াশায় ঢাকা আছে বসন্তের স্তনহার, আরক্ত ফুলগন্ধ
মানবজন্ম, শেষ হতে হতে পুনর্বার জ্বলে ওঠো
বীজের গর্ভে, দিগন্তে,
শস্যক্ষেতে, নবীন পাতায় পাতায়
সুন্দর কবিতা। কবিকে অভিনন্দন জানাই।
ReplyDeleteখুব সুন্দর কবিতা। কবিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
ReplyDelete