বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাগুচ্ছ
বীথি চট্টোপাধ্যায়
রবীন্দ্রপূজা
আমি কাজের লোক-কে যতটা সম্ভব কম মাইনে দিয়ে
বেশি খাটিয়ে নিতে চাই;
আমি বুভুক্ষু কুকুর-কে লাঠি দেখিয়ে তাড়াই
বেড়ালের গায়ে ঢালি গরমজল
বেশি খাটিয়ে নিতে চাই;
আমি বুভুক্ষু কুকুর-কে লাঠি দেখিয়ে তাড়াই
বেড়ালের গায়ে ঢালি গরমজল
একদিন মারলে ওরা আর আসবেনা, মিলিয়ে নেবেন৷
আমি নিঝুম অরণ্যে ফেলে আসি প্লাস্টিকের বোতল
আমি ভিখিরিকে কাজ করে খেতে বলি
আর অফিসে থেকে সই মেরে সরে পড়ি তাসের আসরে,
সন্তান তাড়াতাড়ি চাকরি না-পেলে আমি
বুঝিয়ে দি তাকে কত ধানে কত চাল;
মেয়ের বিয়ে হতে দেরি হলে
তার সামনে আত্মহত্যাকামী জীবনানন্দ হয়ে
খুলে বসি বিষাদসিন্ধুর খাতা।
আমি ছেলে হলে আমার বউ তার মাইনের টাকা
তার বাবা মায়ের জন্যে ফালতু খরচ করলে
আমার থেকে খারাপ কেউ হয়না৷
আমি মেয়ে হলে আমার বুড়ি শাশুড়ি মরলে
আমার মনে আনন্দের ফল্গুধারা বয়ে যায়
গোপন সার্থকতার মতো...
আমার ছেলে তার টিফিন বন্ধু-কে দিলে তাকে
এক থাবড়া দিয়ে, শুয়োরের বাচ্চা বলে
সাবধান করেদি আমি,
কিন্তু এসব কিছু আমি আড়ালে লুকিয়ে করি
সবার সামনে কি কেউ এমন বলে নাকি
একঘর লোকের সামনে এসব করা উচিত?
এসব তাই আমি লুকিয়ে করি।
কিন্তু আমি লুকিয়ে, অন্ধকারে, বন্ধ দরজায় আড়ালে
আর যাই করি, আমি একটা কাজ কখনও করিনা
আমি রবীন্দ্রনাথ-কে কখনও অসম্মান করিনা?
অত বড় মাপের মানুষ,
তাকে কেউ অসম্মান করতে পারে?
কখনওনা। কোনওদিন না। হতেই পারেনা।
আমি নিঝুম অরণ্যে ফেলে আসি প্লাস্টিকের বোতল
আমি ভিখিরিকে কাজ করে খেতে বলি
আর অফিসে থেকে সই মেরে সরে পড়ি তাসের আসরে,
সন্তান তাড়াতাড়ি চাকরি না-পেলে আমি
বুঝিয়ে দি তাকে কত ধানে কত চাল;
মেয়ের বিয়ে হতে দেরি হলে
তার সামনে আত্মহত্যাকামী জীবনানন্দ হয়ে
খুলে বসি বিষাদসিন্ধুর খাতা।
আমি ছেলে হলে আমার বউ তার মাইনের টাকা
তার বাবা মায়ের জন্যে ফালতু খরচ করলে
আমার থেকে খারাপ কেউ হয়না৷
আমি মেয়ে হলে আমার বুড়ি শাশুড়ি মরলে
আমার মনে আনন্দের ফল্গুধারা বয়ে যায়
গোপন সার্থকতার মতো...
আমার ছেলে তার টিফিন বন্ধু-কে দিলে তাকে
এক থাবড়া দিয়ে, শুয়োরের বাচ্চা বলে
সাবধান করেদি আমি,
কিন্তু এসব কিছু আমি আড়ালে লুকিয়ে করি
সবার সামনে কি কেউ এমন বলে নাকি
একঘর লোকের সামনে এসব করা উচিত?
এসব তাই আমি লুকিয়ে করি।
কিন্তু আমি লুকিয়ে, অন্ধকারে, বন্ধ দরজায় আড়ালে
আর যাই করি, আমি একটা কাজ কখনও করিনা
আমি রবীন্দ্রনাথ-কে কখনও অসম্মান করিনা?
অত বড় মাপের মানুষ,
তাকে কেউ অসম্মান করতে পারে?
কখনওনা। কোনওদিন না। হতেই পারেনা।
No comments:
Post a Comment