বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাগুচ্ছ
বীথি চট্টোপাধ্যায়
কুসুম
চিহ্ন
কফিন বুকে নিয়ে হাঁটবে কলকাতা
ঝরছে পথে পথে হালকা ফুল
কবরে বয়ে যাবে শীতের হিম হাওয়া
তারায় ঝিলমিল সে উপকূল;
বর্ষা বহুদূর, কফিন এলো শীতে
কীভাবে ঝরে ঝরে পড়বে মেঘ?
সমাধি ঢেকে দেবে কুয়াশা ভালবেসে
মাটির নিচে সব নিরুদ্বেগ!
কফিন বয়ে নিয়ে হাঁটবে কলকাতা
কোথায় যাচ্ছেন রাশিদ খান?
নীরবে হেঁটে যাওয়া, জীবন এরকমই
মৃত্যু হয়ে ওঠে একটা গান।
ফুল তো ফুটবেই এমন অঙ্গনে
তামাম পার্কস্ট্রিট, চাঁদনীচক!
একটা গান নিয়ে হাঁটবে কলকাতা
কোমল ধৈবত, রাগ তিলক।
বর্ষা বহুদূর, এখন এ-শহরে
পলকে ঝিলমিল তারার রাত;
কফিন এলো বলে শহরে হতে পারে
সহসা মেঘভাঙা বৃষ্টিপাত?
ঝরছে পথে পথে হালকা ফুল
কবরে বয়ে যাবে শীতের হিম হাওয়া
তারায় ঝিলমিল সে উপকূল;
কীভাবে ঝরে ঝরে পড়বে মেঘ?
সমাধি ঢেকে দেবে কুয়াশা ভালবেসে
মাটির নিচে সব নিরুদ্বেগ!
কোথায় যাচ্ছেন রাশিদ খান?
নীরবে হেঁটে যাওয়া, জীবন এরকমই
মৃত্যু হয়ে ওঠে একটা গান।
তামাম পার্কস্ট্রিট, চাঁদনীচক!
একটা গান নিয়ে হাঁটবে কলকাতা
কোমল ধৈবত, রাগ তিলক।
পলকে ঝিলমিল তারার রাত;
কফিন এলো বলে শহরে হতে পারে
সহসা মেঘভাঙা বৃষ্টিপাত?
No comments:
Post a Comment