প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, May 23, 2024

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | কুসুম চিহ্ন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

কুসুম চিহ্ন


কফিন বুকে নিয়ে হাঁটবে কলকাতা
ঝরছে পথে পথে হালকা ফুল
কবরে বয়ে যাবে শীতের হিম হাওয়া
তারায় ঝিলমিল সে উপকূল;
 
বর্ষা বহুদূর, কফিন এলো শীতে
কীভাবে ঝরে ঝরে পড়বে মেঘ?
সমাধি ঢেকে দেবে কুয়াশা ভালবেসে
মাটির নিচে সব নিরুদ্বেগ!
 
কফিন বয়ে নিয়ে হাঁটবে কলকাতা
কোথায় যাচ্ছেন রাশিদ খান?
নীরবে হেঁটে যাওয়া, জীবন এরকমই
মৃত্যু হয়ে ওঠে একটা গান।
 
ফুল তো ফুটবেই এমন অঙ্গনে
তামাম পার্কস্ট্রিট, চাঁদনীচক!
একটা গান নিয়ে হাঁটবে কলকাতা
কোমল ধৈবত, রাগ তিলক।
 
বর্ষা বহুদূর, এখন এ-শহরে
পলকে ঝিলমিল তারার রাত;
কফিন এলো বলে শহরে হতে পারে
সহসা মেঘভাঙা বৃষ্টিপাত?


No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)