বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাগুচ্ছ
বীথি চট্টোপাধ্যায়
জলপানি
পানির ওপর জল নাকি সে জলের ওপর পানি?
রবীন্দ্রনাথ আকাশ দেখে লিখেছেন আসমানী৷
আকাশি নয় আসমানী রং রৌদ্র ছায়া জুড়ে
দুঃখ দিলে বাজবে সানাই বিসমিল্লার সুরেই...
কালীর চরণ মুখে শুধু ফিরিঙ্গি সে জাতে
হাজার বছর আগের দোহা বৌদ্ধকবির হাতে।
জলের পাশে পানি তাতে অদৃশ্য এক সুতো
দেওয়াল জুড়ে দাপিয়ে গেল চেয়ারম্যানের ভূত-ও৷
দিগন্তে কার কালো আঁখি; আঁখির জলে ভাসে
কৃষ্ণনামে জীবন দিলেন যবন হরিদাসে৷
এসব কথা খুবই সহজ, আমরা সবাই জানি
সুনীলদা জল লিখলে সেটা হুমায়ূনের পানি।
রবীন্দ্রনাথ আকাশ দেখে লিখেছেন আসমানী৷
দুঃখ দিলে বাজবে সানাই বিসমিল্লার সুরেই...
হাজার বছর আগের দোহা বৌদ্ধকবির হাতে।
দেওয়াল জুড়ে দাপিয়ে গেল চেয়ারম্যানের ভূত-ও৷
কৃষ্ণনামে জীবন দিলেন যবন হরিদাসে৷
সুনীলদা জল লিখলে সেটা হুমায়ূনের পানি।
অসাধারণ
ReplyDelete