বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
চাঁদ
দু বাড়ির ফাঁক দিয়ে
উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ।
একটা খুন হয়ে গেছে
গণতন্ত্রী তান্ত্রিকেরা নরবলি চায় বলে তাই,
আরও আরও সম্ভাবনা লাইনে দাঁড়িয়ে।
রক্ত লাগে না চাঁদে।
মানুষের গায়ের রক্ত মানুষেই ধুয়ে ফেলে
মানুষেই ধরা পড়ে ফাঁদে।
পূর্ণিমার চাঁদ দেখি দু
বাড়ির ফাঁকে
কোন্ শিল্পী এই ছবি আঁকে!
একটা খুন হয়ে গেছে
গণতন্ত্রী তান্ত্রিকেরা নরবলি চায় বলে তাই,
আরও আরও সম্ভাবনা লাইনে দাঁড়িয়ে।
মানুষের গায়ের রক্ত মানুষেই ধুয়ে ফেলে
মানুষেই ধরা পড়ে ফাঁদে।
কোন্ শিল্পী এই ছবি আঁকে!
No comments:
Post a Comment