বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
পম্পা ঘোষ
চোখ
আঁকা চোখের ভাষা
শিল্পী তুমিই পড়তে পারো,
তোমার মনের ভাষা দিয়ে
দেখেছ যে আরো।
চোখ দেখে মন বলা যায়
সবাই ভাবনাতে রাখে,
অনেক সময় হাসির চোখে
বিষাদ মাখা থাকে।
উদাস মন হয় কী প্রকাশ
চোখের ভাষাতে
তাই দেখি চোখ
পৌঁছতেই পারে না সিদ্ধান্তে
ছেলে না মেয়ে চোখ যে
ধাঁধার
দ্বিধায় টানা ভ্রূ
দেখি এখন কেমন তোমার
ভাবনার ক্লু।
শিল্পী তুমিই পড়তে পারো,
তোমার মনের ভাষা দিয়ে
দেখেছ যে আরো।
সবাই ভাবনাতে রাখে,
অনেক সময় হাসির চোখে
বিষাদ মাখা থাকে।
চোখের ভাষাতে
তাই দেখি চোখ
পৌঁছতেই পারে না সিদ্ধান্তে
দ্বিধায় টানা ভ্রূ
দেখি এখন কেমন তোমার
ভাবনার ক্লু।
No comments:
Post a Comment