বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
মধুপর্ণা বসু
সময়
ভাবনাগুলো নিত্যনতুন পরিভাষা নিয়ে
পরিত্রাহি ছুটে যায় বিপ্রতীপ,
যেন অহিফেন উন্মত্ততা গিলে খেলো
ওহে পলাতক সময়, কেন চৌর্যবৃত্তি—
পরিত্রাহি ছুটে যায় বিপ্রতীপ,
যেন অহিফেন উন্মত্ততা গিলে খেলো
ওহে পলাতক সময়, কেন চৌর্যবৃত্তি—
নতুন প্রাণ, কেন দেরি করো সংজ্ঞা?
ভুলে যাও আমিও তোমার সচেতন স্তর
ভুলে যাও নিয়ত বন্ধ দরজার সামনে
বসে আছি অনন্ত নীল প্রেম অপেক্ষায়।
ভুলে যাও আমিও তোমার সচেতন স্তর
ভুলে যাও নিয়ত বন্ধ দরজার সামনে
বসে আছি অনন্ত নীল প্রেম অপেক্ষায়।
No comments:
Post a Comment