প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, May 24, 2024

জীবনের গল্প | তূয়া নূর

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

তূয়া নূর

জীবনের গল্প


মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়
তার ভেতর কোন একটা গল্প ভাঁজ বন্ধ করে বইয়ের মতো বেঁধে 
চিলেকোঠার এক কোণায় ফেলে রাখে। 
সেগুলো কথা হয়ে ওঠে না 
আকরিক হয়ে থাকে, 
কথা হতে উঠতে তাকে কিছু সময় দিতে হয়।
 
সেখানে আছে তার জীবনের একান্ত না বলা কিছু ঘটনা
আপন কাউকে বলার—
সে খুব আগ্রহ নিয়ে সে সব শোনে,
জীবনের ঘটনাগুলো কথা হয়ে ওঠে
এতকাল যা সে আগলে রেখেছিল বুকে। 
 
একটা ঘটনাই হয়তো তোমার জীবনের সব ঘটনা
আর কোন কিছু মনে পড়ে না।
কাউকে বলছ, শুনতে শুনতে হঠাৎ থামিয়ে দিয়ে বলবে,
এক কাহিনি আর কতবার বলবে?
তুমি ভুলে গেছ কবে বলেছিল এই গল্প।
 
আর যদি কোন গল্প না থাকে বলার—
জীবনের গল্পও তো বানায়ে বানায়ে বলা যায় না।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)