বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
তূয়া নূর
জীবনের গল্প
মানুষের জীবনে অনেক কিছু
ঘটে যায়
তার ভেতর কোন একটা গল্প ভাঁজ বন্ধ করে বইয়ের মতো বেঁধে
চিলেকোঠার এক কোণায় ফেলে রাখে।
সেগুলো কথা হয়ে ওঠে না
আকরিক হয়ে থাকে,
কথা হতে উঠতে তাকে কিছু সময় দিতে হয়।
সেখানে আছে তার জীবনের
একান্ত না বলা কিছু ঘটনা
আপন কাউকে বলার—
সে খুব আগ্রহ নিয়ে সে সব শোনে,
জীবনের ঘটনাগুলো কথা হয়ে ওঠে
এতকাল যা সে আগলে রেখেছিল বুকে।
একটা ঘটনাই হয়তো তোমার
জীবনের সব ঘটনা
আর কোন কিছু মনে পড়ে না।
কাউকে বলছ, শুনতে শুনতে হঠাৎ থামিয়ে দিয়ে বলবে,
এক কাহিনি আর কতবার বলবে?
তুমি ভুলে গেছ কবে বলেছিল এই গল্প।
আর যদি কোন গল্প না থাকে
বলার—
জীবনের গল্পও তো বানায়ে বানায়ে বলা যায় না।
তার ভেতর কোন একটা গল্প ভাঁজ বন্ধ করে বইয়ের মতো বেঁধে
চিলেকোঠার এক কোণায় ফেলে রাখে।
সেগুলো কথা হয়ে ওঠে না
আকরিক হয়ে থাকে,
কথা হতে উঠতে তাকে কিছু সময় দিতে হয়।
আপন কাউকে বলার—
সে খুব আগ্রহ নিয়ে সে সব শোনে,
জীবনের ঘটনাগুলো কথা হয়ে ওঠে
এতকাল যা সে আগলে রেখেছিল বুকে।
আর কোন কিছু মনে পড়ে না।
কাউকে বলছ, শুনতে শুনতে হঠাৎ থামিয়ে দিয়ে বলবে,
এক কাহিনি আর কতবার বলবে?
তুমি ভুলে গেছ কবে বলেছিল এই গল্প।
জীবনের গল্পও তো বানায়ে বানায়ে বলা যায় না।
No comments:
Post a Comment