প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, May 2, 2024

হলো না পথের শেষ | বিনয় দেবনাথ

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

বিনয় দেবনাথ

হলো না পথের শেষ


আমি সেই পথিক একাকী চলেছি
অজানার পথ বয়ে গেলাম সারাবেলা
নেই বিশ্রাম পরিসমাপ্তির বিরূপ দেখেছি
অকারণে হারিয়ে গেলাম প্রান্তশালা।
 
শান্তির পায়রাগুলো ঝাঁকে ঝাঁকে উড়ছে
নেই কোন হিংসা বিদ্বেষ শান্তির জীবন
সবুজের বুক ছিঁড়ে আলো বেরিয়ে আসছে
চমৎকার পৃথিবীর লীলা শয়নে স্বপনে।
 
আমি পথহারা পথিক অশান্তি অনলের কাঁটা
সারাটা জীবন সুতোয় বাঁধা খেটেই গেলাম
দিশাহারা তরীকুল জীবন পাড়ি দিল ভাটা
অকুল পটে আমি শূন্য হাতে ফিরলাম।
 
অপেক্ষায় প্রহর গুনছে জীবন শেষ প্রান্তে
ক্লান্ত পথিক আমি আপশোশের এই দেশ
অশ্রুসিক্ত নয়নে দেখলাম যেন ভুবন ভ্রান্তে
আমার জীবনে হলো না পথের শেষ।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)