বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতা
ভুবনেশ্বর মন্ডল
ভুল
জীবন একটা ভুলের নদী
কখনো জেনে কখনো না জেনে
ভুলের স্রোতে ভাসি
সর্বজ্ঞ নই
জ্ঞান ও অভিজ্ঞতা ধাক্কা খায় হিমশৈলে
আমরা নুড়ি কিংবা বালি
অনন্ত আকাশের নীচে দাঁড়িয়ে থাকি
কিন্তু কী আশ্চর্য!
প্রায়শই নিজেকে পোস্টমর্টেম করতে ভুলি
মুগ্ধ বলয়ে যারা তারাও ভোলে
সভ্যতা পিছিয়ে যায় হাজার বছর।
কখনো জেনে কখনো না জেনে
ভুলের স্রোতে ভাসি
জ্ঞান ও অভিজ্ঞতা ধাক্কা খায় হিমশৈলে
আমরা নুড়ি কিংবা বালি
অনন্ত আকাশের নীচে দাঁড়িয়ে থাকি
কিন্তু কী আশ্চর্য!
প্রায়শই নিজেকে পোস্টমর্টেম করতে ভুলি
মুগ্ধ বলয়ে যারা তারাও ভোলে
সভ্যতা পিছিয়ে যায় হাজার বছর।
সত্য কথা সব সময় ভালো। ছোট্ট কবিতার মধ্যে প্রকাশ অপূর্ব।
ReplyDeleteভালো লাগল - জয়িতা
ReplyDelete