বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাগুচ্ছ
বীথি চট্টোপাধ্যায়
অতিথি
গতি মুছে দিয়ে; এসে পৌঁছল ট্রেন
সহযাত্রীরা কেউ তো আপন নয়।
কোনও কলরব কোথাও থাকবেনা?
জন্মানো মানে এতবড়ো পরাজয়?
কথায় কথায় দূরে দিন ঢলে পড়ে
কোথা থেকে এত কথা এসে যায় মনে?
কলকাতা ফিরে দেখা হবে একদিন—
আগে থেকে সব ঠিক করে নেব ফোনে।
পৌঁছে গেলে তো আলাদা হতেই হবে
কেউ আটকাতে পারবেনা জোর করে।
কিন্তু কখনও যদি মনে পড়ে যায়
চলে এসো দূর কুয়াশার পথ ধরে...
কোনও কলরব কোথাও সেখানে নেই
প্রদীপ নিভিয়ে আছড়ে পড়ছে ঢেউ;
গঙ্গার জল সবই নিয়ে যায় তবু
কাউকে কখনও ভুলতে পারে কি কেউ?
জন্মানো মানে এতখানি ভেসে যাওয়া?
কে লিখছে এই অলীক জীবনধারা?
সব পড়ে থাকে সকলেরই জানা কথা
চশমা ও ঘড়ি অতল কূল-কিনারা।
সহযাত্রীরা কেউ তো আপন নয়।
কোনও কলরব কোথাও থাকবেনা?
জন্মানো মানে এতবড়ো পরাজয়?
কোথা থেকে এত কথা এসে যায় মনে?
কলকাতা ফিরে দেখা হবে একদিন—
আগে থেকে সব ঠিক করে নেব ফোনে।
কেউ আটকাতে পারবেনা জোর করে।
কিন্তু কখনও যদি মনে পড়ে যায়
চলে এসো দূর কুয়াশার পথ ধরে...
প্রদীপ নিভিয়ে আছড়ে পড়ছে ঢেউ;
গঙ্গার জল সবই নিয়ে যায় তবু
কাউকে কখনও ভুলতে পারে কি কেউ?
কে লিখছে এই অলীক জীবনধারা?
সব পড়ে থাকে সকলেরই জানা কথা
চশমা ও ঘড়ি অতল কূল-কিনারা।
ভাল লাগল
ReplyDelete