বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাগুচ্ছ
বীথি চট্টোপাধ্যায়
রাজার চিঠি
চিঠি এসে যায় মেঠো আলপথ ধরে
কেউ চিঠি লেখে ভুলে ভরা কৈশোরে...
ডাকটিকিটের স্মৃতিমেদুরতা মেখে
দেশ থেকে কেউ এখনও কি চিঠি লেখে?
কত চিঠি লেখা ধানের গোলায় মাঠে
শহরের পথে ধুলো মাখা তল্লাটে।
চিঠি পড়ে থাকে 'না পাঠানো' কথা হয়ে
গঙ্গার জল নিয়ে যায় সব বয়ে...
ছিন্ন চিঠিতে পদ্মায় ঢেউ ওঠে
আকাশে সদ্য দু-একটা তারা ফোটে।
চিঠি তো আসলে যা বলা হোলোনা মুখে;
হে জীবন তুমি এলে কী বিপুল সুখে!
সাইকেল চড়ে চিঠি পৌঁছলো গ্রামে,
বৃত্তি পেয়েছে যে মেয়েটি তার নামে।
একটি চিঠিতে কত ঘর, কত বাড়ি,
আমরা কি তার সবটা পড়তে পারি?
চিঠি পৌঁছলো শহীদ ছেলের নামে
এখনও সকলে তার কথা বলে গ্রামে।
চিঠি পৌঁছলো গঙ্গায় পদ্মায়
চিঠিগুলি যেন নদী হয়ে বয়ে যায়।
যে চিঠি রাজার লেখা থাকে সেই খামে
দেশ থেকে আজ চিঠি এলো কার নামে?
কেউ চিঠি লেখে ভুলে ভরা কৈশোরে...
দেশ থেকে কেউ এখনও কি চিঠি লেখে?
শহরের পথে ধুলো মাখা তল্লাটে।
গঙ্গার জল নিয়ে যায় সব বয়ে...
আকাশে সদ্য দু-একটা তারা ফোটে।
হে জীবন তুমি এলে কী বিপুল সুখে!
বৃত্তি পেয়েছে যে মেয়েটি তার নামে।
আমরা কি তার সবটা পড়তে পারি?
এখনও সকলে তার কথা বলে গ্রামে।
চিঠিগুলি যেন নদী হয়ে বয়ে যায়।
দেশ থেকে আজ চিঠি এলো কার নামে?
অপূর্ব বীথি
ReplyDeleteভালো লাগল।
ReplyDelete