বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাণু
বলাই দাস
ভুল সমীক্ষা ও অন্যান্য
ভুল সমীক্ষা
নিভে যাওয়া জোনাকি বাসা
বাঁধছে
মহাসুখে রোদের বুকে—
দুঃখের ধাক্কায় জীবন যাত্রায় প্রতিদিন
ভরাট হচ্ছে ময়লা ফেলার ডাস্টবিন।
হিমাঙ্কের নীচে নেমে যাচ্ছে হিমোগ্লোবিনের উত্তাপ।
বাতাসের ঢেউয়ে নাচে বুনোফুল, হাড় হিম করা শীত এবার!
নিঃশব্দ যেখানে
দু'জনের ভুলে, মিথ্যা
বাক্বিতণ্ডায় উধাও হচ্ছে সুখশান্তি।
নিরুদ্দেশের পথে শুকনো পাতা, আকাশকে গল্প শোনায় দোয়েল ফিঙে
বাতাবিতলায় বিড়াল খোঁজে বাঘের লেজ; ঘুঙুর পায়ে এলো পূর্ণিমা রাত।
যন্ত্রণার শিকার
অভিমানগুলো ইচ্ছেমতো
তাক সাজায়
জীর্ণ নৌকা পারি দেয় স্বপ্ননদী
ধানক্ষেতের আল বরাবর লিখে রাখে
প্রেম ভালবাসার পুরানো ইস্তেহার।
কুঁড়েঘরে যন্ত্রণার শিকার অন্তঃসত্বারা
কেউ জানবে না, বাকি কথাগুলো...!
হারানো সুখ
এই শালবন জানে
যন্ত্রণার কথা, আধখানা পোড়ারুটি অর্ধেক পৃথিবী
যতই অন্ধকার হোক হার মানে না ছিন্ন মতি, গরিব গ্রাম যন্ত্রণার অশ্রুনদী
হেঁটে চলে অজানা দিগন্তে…
মহাসুখে রোদের বুকে—
দুঃখের ধাক্কায় জীবন যাত্রায় প্রতিদিন
ভরাট হচ্ছে ময়লা ফেলার ডাস্টবিন।
হিমাঙ্কের নীচে নেমে যাচ্ছে হিমোগ্লোবিনের উত্তাপ।
বাতাসের ঢেউয়ে নাচে বুনোফুল, হাড় হিম করা শীত এবার!
নিরুদ্দেশের পথে শুকনো পাতা, আকাশকে গল্প শোনায় দোয়েল ফিঙে
বাতাবিতলায় বিড়াল খোঁজে বাঘের লেজ; ঘুঙুর পায়ে এলো পূর্ণিমা রাত।
জীর্ণ নৌকা পারি দেয় স্বপ্ননদী
ধানক্ষেতের আল বরাবর লিখে রাখে
প্রেম ভালবাসার পুরানো ইস্তেহার।
কুঁড়েঘরে যন্ত্রণার শিকার অন্তঃসত্বারা
কেউ জানবে না, বাকি কথাগুলো...!
যতই অন্ধকার হোক হার মানে না ছিন্ন মতি, গরিব গ্রাম যন্ত্রণার অশ্রুনদী
হেঁটে চলে অজানা দিগন্তে…
No comments:
Post a Comment