বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাণু
পঞ্চানন মল্লিক
না পারি ও অন্যান্য
না পারি
না পারি গিট্টু দিতে
না পারি খুলতে,
না পারি অতীত দড়ির
সেলফিগুলো তুলতে।
নিষেধ করে মায়
রিমি আর সীমি
আপন দুই জায়,
মিলেমিশে থাকতে চায়
নিষেধ করে মায়।
পিরিতের জলসায়
আকাশের চান্দের মতো মুখ
তোমার ঝলকায়,
ময়ূর হয়ে নাচ কর পিরিতের জলসায়।
ভুল
না পারি খুলতে,
না পারি অতীত দড়ির
সেলফিগুলো তুলতে।
নিষেধ করে মায়
আপন দুই জায়,
মিলেমিশে থাকতে চায়
নিষেধ করে মায়।
পিরিতের জলসায়
ময়ূর হয়ে নাচ কর পিরিতের জলসায়।
ভুল
তুমি যেমন চাঁদ,
আমি তোমার ছাদ;
কথায় কথায় ভুলবোঝা
তোমার অপরাধ।
আমি তোমার ছাদ;
কথায় কথায় ভুলবোঝা
তোমার অপরাধ।
No comments:
Post a Comment