বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
সৈয়দ হাসমত জালাল
আগুন
তুমি যে শান্ত সবুজ আগুন ছড়িয়ে দিলে দৃষ্টিতে
ছড়িয়ে পড়ল তা মেঘে মেঘে, বিদ্যুৎরেখায়, বৃষ্টিতে
বজ্রপাতের শব্দে কেঁপে উঠল কঠিন বুকের তলদেশ
এ আগুন অনিঃশেষ
চিরকাল পূর্ণ করে শিখায় শিখায়
এ আগুন গ্রীষ্মদাহের নয়, নয় এ বিভ্রম-ও মরীচিকায়
ছড়িয়ে পড়ল তা মেঘে মেঘে, বিদ্যুৎরেখায়, বৃষ্টিতে
বজ্রপাতের শব্দে কেঁপে উঠল কঠিন বুকের তলদেশ
এ আগুন অনিঃশেষ
চিরকাল পূর্ণ করে শিখায় শিখায়
এ আগুন গ্রীষ্মদাহের নয়, নয় এ বিভ্রম-ও মরীচিকায়
এ আগুন ডানা মেলে ওড়ে আমাদের চরাচর জুড়ে
এ ভরা বৃষ্টির রাগিণীর সুরে সুরে
এ আগুন দগ্ধ করে না স্বপ্নসম্ভব হৃদয় অথবা আরক্ত মুখ
বাগানে ফোটায় ফুল, সহস্র বকুলেরা উৎসুক
ফোটে, ঝরে যায়, সুগন্ধে আরও গাঢ় আগুনের সম্মোহ
তাকে আমি জেনেছি প্রণয় বলে, জেনেছি তা অনির্বাণ দ্রোহ
এ ভরা বৃষ্টির রাগিণীর সুরে সুরে
এ আগুন দগ্ধ করে না স্বপ্নসম্ভব হৃদয় অথবা আরক্ত মুখ
বাগানে ফোটায় ফুল, সহস্র বকুলেরা উৎসুক
ফোটে, ঝরে যায়, সুগন্ধে আরও গাঢ় আগুনের সম্মোহ
তাকে আমি জেনেছি প্রণয় বলে, জেনেছি তা অনির্বাণ দ্রোহ
No comments:
Post a Comment