বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
দীপঙ্কর সরকার
কিংবদন্তি
তথাপি বিষাদ থাকে, যায়
না সহজে
যতই ওড়াও খুশির মৌতাত, মর্মে মাখাও রং
এসব ক্ষণস্থায়ী— স্থায়ী-অন্তরা আভোগ-সঞ্চারী থাকে
যতই ওড়াও খুশির মৌতাত, মর্মে মাখাও রং
এসব ক্ষণস্থায়ী— স্থায়ী-অন্তরা আভোগ-সঞ্চারী থাকে
আর কিছু দুঃখ বিলাস, যত
না সাবান ঘষো ময়লা অপগত হলেও
খোলে না দেহের রং, বাহ্যিক আবরণ যায় মুছে
মনের কোণে কোথাও না কোথাও
এক চিলতে বিষাদ থাকে
বাকি সব মুখরোচক কিছু গল্পগাছা ফেরে মুখে মুখে
খোলে না দেহের রং, বাহ্যিক আবরণ যায় মুছে
মনের কোণে কোথাও না কোথাও
এক চিলতে বিষাদ থাকে
বাকি সব মুখরোচক কিছু গল্পগাছা ফেরে মুখে মুখে
No comments:
Post a Comment