বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
আব্দুল জলিল
রিফা সানিয়া
ওই একটি নাম
গোপন করে লুকিয়ে রাখার মতো—
প্রকাশ্যে বলব না!
যদি বৃষ্টির জলে ধুয়ে
যায়
কিংবা হারিয়ে যায় চোরাবালিতে
সেই ভয়ে—
অন্তরে অন্তরে গাঁথা
নামটি
মিশে যাক রক্তের সাথে—
গোপন রাখব ওই নামটি
কিন্তু বার বার ডাকি রিফা রিফা বলে
পারলাম কই লুকিয়ে
রাখতে
নামটি সকলেই জানবে রিফা সানিয়া বলে…
গোপন করে লুকিয়ে রাখার মতো—
প্রকাশ্যে বলব না!
কিংবা হারিয়ে যায় চোরাবালিতে
সেই ভয়ে—
মিশে যাক রক্তের সাথে—
কিন্তু বার বার ডাকি রিফা রিফা বলে
নামটি সকলেই জানবে রিফা সানিয়া বলে…
No comments:
Post a Comment