বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
প্রবীর কুমার চৌধুরী
শুভসকাল
শুভসকাল
থাক
বহাল
চলার পথে
নয়ন মেলে
দেখো
খেলে
আলো সাথে
আঁখি ভরে
ছায়া
নীড়ে
প্রেম ভরে
দোর খুলে
বাহু
মেলে
নিও আদরে
সব আছে
কাছে,
কাছে
খুঁজে নাও
অনুভবে
কথা
রবে
কথা দাও
No comments:
Post a Comment