বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
অধীর কুমার রায়
বাবা
আজ আমি সংসারের মাঝি
আজ বুঝি প্রত্যেকের মাথায় ছাতা ধরা
কী দুরূহ দায়িত্বের কাজ।
কুয়াশায় চারদিক অন্ধকার
অকুল দরিয়ার কোন ঘাটে ভিড়াব নাও?
ভরসার কম্পাস বাবা
আজ বুঝি প্রত্যেকের মাথায় ছাতা ধরা
কী দুরূহ দায়িত্বের কাজ।
কুয়াশায় চারদিক অন্ধকার
অকুল দরিয়ার কোন ঘাটে ভিড়াব নাও?
ভরসার কম্পাস বাবা
শুধু এক বাবা নয়
পৃথিবীর সব বাবাই মাঝি, ছাতা, কম্পাস
বেলা শেষে দেখি
দু-হাতে আলোটুকু বিলিয়ে নীরবে-নিভৃতে নিঃস্ব হয়ে হারিয়ে গেছে
পৃথিবীর সব বাবাই মাঝি, ছাতা, কম্পাস
বেলা শেষে দেখি
দু-হাতে আলোটুকু বিলিয়ে নীরবে-নিভৃতে নিঃস্ব হয়ে হারিয়ে গেছে
এত বড় বটবৃক্ষ—
হিমালয় পৃথিবীতে আর কটা আছে…
হিমালয় পৃথিবীতে আর কটা আছে…
No comments:
Post a Comment