বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
আজিজ উন নেসা
হিতৈষী
মনের আকাশে আদুরে অভিমানী
লতানো দুঃখের কর্ষিকা
অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে চেপে ধরে!
রুদ্ধদ্বার গৃহ থেকে বেরিয়ে এসে
বারান্দার সেই পাশে আশ্রয় নিই,
যার পাশে বৃহৎ সবুজ গাছ আলো করে
দাঁড়িয়ে আছে এক আকাশ জুড়ে-
আমার বহু দিনের চেনা কদম গাছ…
তাকে কী বলে সম্বোধন করব, জানিনে!
বন্ধু, প্রেমিকা, ভাই-বোন, কে তুমি?
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তার দিকে...
লতানো দুঃখের কর্ষিকা
অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে চেপে ধরে!
রুদ্ধদ্বার গৃহ থেকে বেরিয়ে এসে
বারান্দার সেই পাশে আশ্রয় নিই,
যার পাশে বৃহৎ সবুজ গাছ আলো করে
দাঁড়িয়ে আছে এক আকাশ জুড়ে-
আমার বহু দিনের চেনা কদম গাছ…
তাকে কী বলে সম্বোধন করব, জানিনে!
বন্ধু, প্রেমিকা, ভাই-বোন, কে তুমি?
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তার দিকে...
খুব সুন্দর
ReplyDeleteশত আবেগের বহিঃপ্রকাশ
ReplyDeleteVery nice
ReplyDelete