বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
শংকর ব্রহ্ম
প্রতীক্ষা
হৃদয়ের সাথে যে আমার কত কথা হয় রাতে
সে কখনও চায় না যেতে কথার সংঘাতে,
তাকে নিয়ে কতদিন কতভাবে যে করেছি মশকরা
আজ হৃদয়ে একটু দোষ পড়ে গেছে ধরা,
তা'বলে হৃদয় নিয়ে খেলা করা যাবে নাকি আর,
সেই
কথা মনে মনে ভাবি বারবার।
হৃদয় হাসিয়া কহে, সন্দেহ কী তায়
সেই
কথা শুনে মনে জাগে যে সংশয়,
হৃদয় আবার কহে, আমি কি তোমার নাকি?
তার
কথা শুনে আমি চুপ করে থাকি।
আর মনে মনে ভাবি, তবে হৃদয়টা কার?
আমার
মাথায় রয় হৃদয়ের ভার
আছে কেউ এ কথার জবাব দেবার?
প্রতীক্ষায়
আছি আমি আজ শুধু তার।
No comments:
Post a Comment