প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | ক্ষয়


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১



কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

ক্ষয়


শহরের তালুতে বসেছে গান
আমরা জানিনা কীভাবে আমাদের লেখা হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের খাবার হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের বস্ত্র হয়ে ওঠে
আমরা গ্রামের হাথেলিতে যাইনি
দেখিনি খড় আর কাঠকুটোর আঁচ
মুড়ির ইতিহাস দেখিনি আমরা, দেখিনি অন্তহীন জ্বাল
হাতের সামান্য ঘুরণে অনন্ত সময় জ্বলে যাচ্ছে
অজস্র ঘন্টার বিনিময়ে এক মুঠো মুড়ি
অজস্র ঘন্টার বিনিময়ে একখানি শাড়ি
 
জ্বালানি আর পরিশ্রম
পরিশ্রম আর ক্লান্তিহীন যত্ন
এভাবে আমাদের খাদ্য তৈরি হয়...
এভাবে আমাদের বস্ত্র তৈরি হয়...
দিবারাত্রির কাব্য আমাদের এইভাবেই হত...
 
অনন্ত সময় যেদিন চুপ হয়ে গেল
যন্ত্রের কাছে আমরা সমর্পিত হলাম
আমাদের জীবনে গতি এল
আমাদের বন থেকে গাছেরা
আর গাছ থেকে পাখিরা চলে গেল
আর আকাশ থেকে বৃষ্টি চলে গেল
আমরা আরো আরো নিঃস্ব হলাম।
আমাদের সৃষ্টিও এখন বিনোদন।
আমাদের বিনোদন এখন ক্ষয়।
 
সংক্ষিপ্ত কবি পরিচিতি
 
যশোধরা রায়চৌধুরী
জন্ম ১৯৬৫, কলকাতা।
 
বাবা কল্পবিজ্ঞান সাহিত্যিক দিলীপ রায়চৌধুরী, মা চিত্রশিল্পী ও কন্ঠসংগীতশিল্পী অরুন্ধতী।
দর্শনের ছাত্রী। কেন্দ্রীয় সরকারে কর্মরত।
 
কবিতা লেখার শুরু কৈশোরে। ১৯৯২ থেকে প্রকাশিত। উল্লেখ্য কাব্যগ্রন্থ পণ্য সংহিতা, পিশাচিনীকাব্য, মেয়েদের প্রজাতন্ত্র, জ্বরপরবর্তী, পীড়াসমূহ।
 
কাব্যগ্রন্থ পিশাচিনীকাব্যের জন্য পেয়েছেন দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বের কৃত্তিবাস পুরস্কার (১৯৯৮), কবিতার জন্য বাংলা আকাদেমির অনিতা-সুনীলকুমার বসু পুরস্কার (২০০৬)। বিনয় মজুমদার স্মৃতি সম্মান (২০১৬)। সৃষ্টিসুখ সম্মান (২০১৯)। ২০২৩ সালে দ্য টেলিগ্রাফের "শি অ্যাওয়ার্ডস" সাহিত্য শাখার জন্য তাঁকে সম্মানিত করে। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির "সুনীল গঙ্গোপাধ্যায় সম্মান" এ সম্মানিত ২০২৪।
 
প্রকাশিত কাব্যগ্রন্থ ২৫, গল্পগ্রন্থ ও নিবন্ধগ্রন্থ ২৬।
 
অনুবাদ করেন মূল ফরাসি ভাষা থেকে, অনূদিত বই লিওনার্দো দাভিঞ্চি (আনন্দ)।

5 comments:

  1. খুব ভালো লাগলো। ভীষন প্রাসঙ্গিক।

    ReplyDelete
  2. খুব ভালো। ভালো থাকবেন ।

    ReplyDelete
  3. এই সময়ের আমার অন‍্যতম প্রিয় কবি ও লেখক। সমাজ সচেতন মেধাবী কবি

    ReplyDelete
  4. বতর্মান সময়ের খুব প্রিয় কবি ও মেধাবী লেখক।

    ReplyDelete
  5. অপূর্ব সুন্দর কবিতা।

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)