কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
ক্ষয়
শহরের তালুতে বসেছে গান
আমরা জানিনা কীভাবে আমাদের লেখা হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের খাবার হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের বস্ত্র হয়ে ওঠে
আমরা গ্রামের হাথেলিতে যাইনি
দেখিনি খড় আর কাঠকুটোর আঁচ
মুড়ির ইতিহাস দেখিনি আমরা, দেখিনি অন্তহীন জ্বাল
আমরা জানিনা কীভাবে আমাদের লেখা হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের খাবার হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের বস্ত্র হয়ে ওঠে
আমরা গ্রামের হাথেলিতে যাইনি
দেখিনি খড় আর কাঠকুটোর আঁচ
মুড়ির ইতিহাস দেখিনি আমরা, দেখিনি অন্তহীন জ্বাল
হাতের সামান্য ঘুরণে অনন্ত সময় জ্বলে যাচ্ছে
অজস্র ঘন্টার বিনিময়ে এক মুঠো মুড়ি
অজস্র ঘন্টার বিনিময়ে একখানি শাড়ি
জ্বালানি আর পরিশ্রম
পরিশ্রম আর ক্লান্তিহীন যত্ন
এভাবে আমাদের খাদ্য তৈরি হয়...
এভাবে আমাদের বস্ত্র তৈরি হয়...
দিবারাত্রির কাব্য আমাদের এইভাবেই হত...
অনন্ত সময় যেদিন চুপ হয়ে গেল
যন্ত্রের কাছে আমরা সমর্পিত হলাম
আমাদের জীবনে গতি এল
আমাদের বন থেকে গাছেরা
আর গাছ থেকে পাখিরা চলে গেল
আর আকাশ থেকে বৃষ্টি চলে গেল
আমরা আরো আরো নিঃস্ব হলাম।
আমাদের সৃষ্টিও এখন বিনোদন।
আমাদের বিনোদন এখন ক্ষয়।
অজস্র ঘন্টার বিনিময়ে এক মুঠো মুড়ি
অজস্র ঘন্টার বিনিময়ে একখানি শাড়ি
পরিশ্রম আর ক্লান্তিহীন যত্ন
এভাবে আমাদের খাদ্য তৈরি হয়...
এভাবে আমাদের বস্ত্র তৈরি হয়...
দিবারাত্রির কাব্য আমাদের এইভাবেই হত...
যন্ত্রের কাছে আমরা সমর্পিত হলাম
আমাদের জীবনে গতি এল
আমাদের বন থেকে গাছেরা
আর গাছ থেকে পাখিরা চলে গেল
আর আকাশ থেকে বৃষ্টি চলে গেল
আমরা আরো আরো নিঃস্ব হলাম।
আমাদের সৃষ্টিও এখন বিনোদন।
আমাদের বিনোদন এখন ক্ষয়।
জন্ম ১৯৬৫, কলকাতা।
দর্শনের ছাত্রী। কেন্দ্রীয় সরকারে কর্মরত।
খুব ভালো লাগলো। ভীষন প্রাসঙ্গিক।
ReplyDeleteখুব ভালো। ভালো থাকবেন ।
ReplyDeleteএই সময়ের আমার অন্যতম প্রিয় কবি ও লেখক। সমাজ সচেতন মেধাবী কবি
ReplyDeleteবতর্মান সময়ের খুব প্রিয় কবি ও মেধাবী লেখক।
ReplyDeleteঅপূর্ব সুন্দর কবিতা।
ReplyDelete