বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
সৈয়দ হাসমত জালাল
অন্য এক আরম্ভের দিকে
চলে যায়, মরি হায়, বসন্তের রেখাচিত্রগুলি
যা কিছুই প্রাকৃতিক, ঋতুরঞ্জিত, তার সমাপনই
শেষ কথা নয়, অন্য এক আরম্ভের দিকে
এগিয়ে চলেছে আমাদের চৈত্রধূসর পথ
শেষ কথা নয়, অন্য এক আরম্ভের দিকে
এগিয়ে চলেছে আমাদের চৈত্রধূসর পথ
দু'পাশে কঙ্কালের মতো শুকনো ফ্যাকাসে ডালপালা
ছুঁয়ে আছে আজও সারাদিন আর্ত বিধুর কুহু
দিগন্তের নীলে ফুটে উঠছে ধূসর ঘাসেদের জঙ্গল
তুমি শুধু প্রেমপরবশ জাগিয়ে রেখেছ নদীঢেউগুলি
ছুঁয়ে আছে আজও সারাদিন আর্ত বিধুর কুহু
দিগন্তের নীলে ফুটে উঠছে ধূসর ঘাসেদের জঙ্গল
তুমি শুধু প্রেমপরবশ জাগিয়ে রেখেছ নদীঢেউগুলি
শব্দে শব্দে আমি আঁকছি এক-একটি দীর্ঘ দুপুর
তার গহন নিবিষ্টতা আর অনিঃশেষ সুপুরি গাছের সারি
ছোট ছোট বাড়ি, ধূ-ধূ ঔদাস্য ছড়ানো টিনের চালে
বদলে যাচ্ছে কৃষ্ণচূড়ার দিন, নৈসর্গিক ধ্যান আর দৃশ্যপটভূমি
তার গহন নিবিষ্টতা আর অনিঃশেষ সুপুরি গাছের সারি
ছোট ছোট বাড়ি, ধূ-ধূ ঔদাস্য ছড়ানো টিনের চালে
বদলে যাচ্ছে কৃষ্ণচূড়ার দিন, নৈসর্গিক ধ্যান আর দৃশ্যপটভূমি
পেরিয়ে যাচ্ছি জটিল পাহাড়, বনস্থলীর উৎসুক মর্মর
গোধূলির চিতাগ্নিশিখা, পেরিয়ে যাচ্ছি বিমর্ষ শূন্য প্রহর
গোধূলির চিতাগ্নিশিখা, পেরিয়ে যাচ্ছি বিমর্ষ শূন্য প্রহর
অসাধারন! অপূর্ব,আর একবার মনে করিয়ে দিলেন শেষ বেলার অপেক্ষায়----
ReplyDelete