প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

অন্য এক আরম্ভের দিকে | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

সৈয়দ হাসমত জালাল

অন্য এক আরম্ভের দিকে


চলে যায়, মরি হায়, বসন্তের রেখাচিত্রগুলি
যা কিছুই প্রাকৃতিক, ঋতুরঞ্জিত, তার সমাপনই
শেষ কথা নয়, অন্য এক আরম্ভের দিকে
এগিয়ে চলেছে আমাদের চৈত্রধূসর পথ

দু'পাশে কঙ্কালের মতো শুকনো ফ্যাকাসে ডালপালা
ছুঁয়ে আছে আজও সারাদিন আর্ত বিধুর কুহু
দিগন্তের নীলে ফুটে উঠছে ধূসর ঘাসেদের জঙ্গল
তুমি শুধু প্রেমপরবশ জাগিয়ে রেখেছ নদীঢেউগুলি

শব্দে শব্দে আমি আঁকছি এক-একটি দীর্ঘ দুপুর
তার গহন নিবিষ্টতা আর অনিঃশেষ সুপুরি গাছের সারি
ছোট ছোট বাড়ি, ধূ-ধূ ঔদাস্য ছড়ানো টিনের চালে
বদলে যাচ্ছে কৃষ্ণচূড়ার দিন, নৈসর্গিক ধ্যান আর দৃশ্যপটভূমি

পেরিয়ে যাচ্ছি জটিল পাহাড়, বনস্থলীর উৎসুক মর্মর
গোধূলির চিতাগ্নিশিখা, পেরিয়ে যাচ্ছি বিমর্ষ শূন্য প্রহর

1 comment:

  1. অসাধারন! অপূর্ব,আর একবার মনে করিয়ে দিলেন শেষ বেলার অপেক্ষায়----

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)