বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা
রায়চৌধুরী সংখ্যা | কবিতা
অজয় দেবনাথ
বাতায়ন
অবাক লাগে যখন দেখি
বন্ধুরা অহং বোধে বিভিন্ন গণ্ডিতে নিজেদের বেঁধে রেখেছে
কষ্ট হয়, করুণা হয় ওদের দেখে
কেন বাতায়ন বন্ধ রেখেছে ওরা
খোলা বাতায়নে সকাল-সন্ধে মুক্ত বাতাস স্পর্শ করত
নীলিমা হাতছানি দিত দিগন্তে
অথচ… ধীরে ধীরে কূপমন্ডূক হয়ে যাচ্ছে কি ওরা
পারবে কি শেকসপিয়র অথবা
রবীন্দ্রনাথ হতে
কতদিন ওদের আয়ু
এই নশ্বর দেহ বিলীন হলে
কতজন মনে রাখবে
তবে কীসের অহমিকা
যুগ বদলেছে
যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলার নামই জীবন
তবে কি মৃত মানুষের জীবন বহন করছে ওরা
তার থেকে মানুষের মাঝে থেকে
মানুষের ঘ্রাণে, মাটির মানুষের ঘ্রাণে মিশে তো দেখুক
হয়তো…
বন্ধুরা অহং বোধে বিভিন্ন গণ্ডিতে নিজেদের বেঁধে রেখেছে
কষ্ট হয়, করুণা হয় ওদের দেখে
কেন বাতায়ন বন্ধ রেখেছে ওরা
খোলা বাতায়নে সকাল-সন্ধে মুক্ত বাতাস স্পর্শ করত
নীলিমা হাতছানি দিত দিগন্তে
অথচ… ধীরে ধীরে কূপমন্ডূক হয়ে যাচ্ছে কি ওরা
কতদিন ওদের আয়ু
এই নশ্বর দেহ বিলীন হলে
কতজন মনে রাখবে
তবে কীসের অহমিকা
যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলার নামই জীবন
তবে কি মৃত মানুষের জীবন বহন করছে ওরা
তার থেকে মানুষের মাঝে থেকে
মানুষের ঘ্রাণে, মাটির মানুষের ঘ্রাণে মিশে তো দেখুক
হয়তো…
No comments:
Post a Comment