বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | ছোটগল্প
পারমিতা চ্যাটার্জি
বিচ্ছেদ
"যেখানে শাশুড়ি বউ মিলেমিশে মা মেয়ের মতন কাজ করেন সেখানে কোনো ঝামেলা হয় না তো। আমার বন্ধু নিখিল বলছিল বউ কাজে বেরোবার সময় পছন্দ মতন টিফিন বানিয়ে দেয়।"
তৃপ্তি স্কুল থেকে এসেই
দেখল বাইরের ঘরে অনেক লোক, আজ পরীক্ষা ছিল টানা আট ঘন্টার ডিউটি। আজ পরীক্ষার খাতা
আছে সময়মতো দেখে জমা দিতে হবে। শাশুড়ি রাগত চোখে এসে দাঁড়াতেই, তৃপ্তি বললো, আমার
শরীরটা আজ খুব খারাপ মা। তোমার কখনও চোখে পড়ে না মা? মেয়েদের বেলায় তো পড়ে! বাইরে
থেকে কিছু এনে নাও, আজ আমি পরাছি না বলতে বলতে হঠাৎ মাথা ঘুরে বিছানায় অজ্ঞান হয়ে
শুয়ে পড়ল।
কিছুক্ষণের মধ্যে রাহুল
এসে গেল, ওর চোখেমুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দুজনে ধরে নিয়ে চলল ডাক্তারের কাছে।
তারপর রাহুল বলল, হবে না মামা, একটা শরীরে এত সহ্য হয়, মা একটা লোকও রাখতে দেবেন
না নিজেও কিছু করবেন না সব এই একজনের ঘাড় দিয়ে করাবে, সত্যি তোমরা সবাই বলো না
ছেলেরা বাবা-মায়ের খোঁজ নেয় না, কেন নেয় না তা দেখো! যেখানে শাশুড়ি বউ মিলেমিশে মা
মেয়ের মতন কাজ করেন সেখানে কোনো ঝামেলা হয় না তো। আমার বন্ধু নিখিল বলছিল বউ কাজে
বেরোবার সময় পছন্দ মতন টিফিন বানিয়ে দেয়। আর আমার বউকে কেউ জিজ্ঞেস করে না এক কাপ
চা খাবে কি না? আমি আজই অফিস কোয়ার্টারের অ্যাপ্লাই করেছি পেলেই চলে যাব।
ঠিক আছে চলে যেও তোমার যেখানে ইচ্ছে। আমার কাছে আর এসো না। আমার পেনশনের টাকায় আমি ডাল ভাত খেয়ে চালিয়ে নেবো।
না বাবা আমি অত অমানুষ নই প্রতি মাসের টাকা আমি যেমন দিতাম তেমনই দিয়ে যাবো।
তাহলে আজ থেকে তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেলো।
হ্যাঁ বাবা তবে তাই হবে ভালছেলে হবার জন্য আমার সন্তানকে মাতৃহারা করতে পারব না।
ঠিক আছে চলে যেও তোমার যেখানে ইচ্ছে। আমার কাছে আর এসো না। আমার পেনশনের টাকায় আমি ডাল ভাত খেয়ে চালিয়ে নেবো।
না বাবা আমি অত অমানুষ নই প্রতি মাসের টাকা আমি যেমন দিতাম তেমনই দিয়ে যাবো।
তাহলে আজ থেকে তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেলো।
হ্যাঁ বাবা তবে তাই হবে ভালছেলে হবার জন্য আমার সন্তানকে মাতৃহারা করতে পারব না।
সমাপ্ত
অসাধারণ, একটি সময় উপযোগী লেখা।
ReplyDelete