বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
তন্ময় কবিরাজ
মৃত নদী
ধূসর কঙ্কালে চাঁদ জেগে
থাকে
জল নেই, বালিময় নদী একা
জ্যোৎস্না খেলা করে, ধু-ধু হাওয়া
দরজা খুলে সবাই ঘুমোচ্ছে
মৃত মাঝি পায়ের ছাপ
ফেলে
চলে গেছে বাড়ি, ফিরবে না আর
নেই তাকে খুঁজে পাবার ঠিকানা
ভাঙা স্বপ্নের অভিশাপে
ইমারতে ধরেছে ক্ষয়
তুমি নেই বলে আতঙ্কে কাঁপছে ভ্রূণ
আমি জেগে থাকি
হঠাৎ বানে তোমাকে ভাসিয়ে দেব বলে-
জল নেই, বালিময় নদী একা
জ্যোৎস্না খেলা করে, ধু-ধু হাওয়া
দরজা খুলে সবাই ঘুমোচ্ছে
চলে গেছে বাড়ি, ফিরবে না আর
নেই তাকে খুঁজে পাবার ঠিকানা
ইমারতে ধরেছে ক্ষয়
তুমি নেই বলে আতঙ্কে কাঁপছে ভ্রূণ
আমি জেগে থাকি
হঠাৎ বানে তোমাকে ভাসিয়ে দেব বলে-
No comments:
Post a Comment