প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

বাতাস | শম্পা সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

শম্পা সামন্ত

বাতাস




নিরাভরণ শীত মেখে ঝরে যাবার আগেই যেন ভিন গ্রহে চলে যাচ্ছ তুমি। কে যেন দাঁড়িয়ে থাকে ভগ্ন দরজায়
কে যেন সুর্মা পড়ে বিকেলের দাওয়ায় বসে যাত্রা শোনার পালা শোনায়।
কাজল পড়োনি, বেলায় তুলে নিচ্ছে মুখ ও মুখোশ।
ও যে মানুষ! সচরাচর জুড়ে শিলমোহরে।
ও কে অবয়বহীন? অনুভুতিহীন?
দাউদাউ পুড়ে যাচ্ছে আগুনের নীল শিখায়?
কার বেদনধ্বনি উঠে যাচ্ছে আকাশের গায়ে?
তুমি কি সেই বাতাস যার আকুল কান্নাময় স্নেহ?
সেই বয়ে চলা রং যা রাঙিয়ে নেয় মুখ।
ব্যথাময়! ব্যথাময়!
জীবন পুড়ে যায় যাপনের আড়ালে।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)