বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
জানা
কবিরা কিছুই জানে না
কখন বৃষ্টি আসে কখন পাতা ঝরে যায়
কিছুই জানে না।
এক একদিন সন্ধ্যা-রাত্রে মনে হয়
হিমবাহ ভেঙে বাতায়ন দিয়ে
হিমের শীতল শ্বাস অন্ধকার গুহায় নেমে আসবে।
তখন হতাশ হয়ে
হাত পা ছুঁড়তে থাকলে কী হবে উপায়, কবিবর,
তোমরা তো কিছুই জানো না।
ভাষাও তখন এতই নির্মম
অর্থ খুঁজে হয়রান হওয়া ছাড়া
আর কিছু ভাবার উপায় নেই।
রাত্রি ও রাত্তিরের কাছে কবি করেন নিজেকেই
সমর্পণ,
কেঁপে কেঁপে ওঠে গাছের পাতারা।
কখন বৃষ্টি আসে কখন পাতা ঝরে যায়
কিছুই জানে না।
হিমবাহ ভেঙে বাতায়ন দিয়ে
হিমের শীতল শ্বাস অন্ধকার গুহায় নেমে আসবে।
তখন হতাশ হয়ে
হাত পা ছুঁড়তে থাকলে কী হবে উপায়, কবিবর,
তোমরা তো কিছুই জানো না।
অর্থ খুঁজে হয়রান হওয়া ছাড়া
আর কিছু ভাবার উপায় নেই।
রাত্রি ও রাত্তিরের কাছে কবি করেন নিজেকেই
সমর্পণ,
কেঁপে কেঁপে ওঠে গাছের পাতারা।
No comments:
Post a Comment