প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

বিনির্মাণ | জনা বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু

জনা বন্দ্যোপাধ্যায়

বিনির্মাণ


এক
 
কিছু পিছুটান থেকে যায়!
তবু ছুটে যেতে নেই!
ঝাপসা কাচে স্মৃতির ধুলো!
প্রতিবাদের দিন বদলে
অনুভূতিগুলো বিপরীতমুখী!
শুধু জানি
বেঁচে থাকাও এক বিনির্মাণ!
 
দুই
 
রাত হলে তারারা পৃথিবীর সুর বিনিময় করে!
ঘৃণা আর বিভেদের শব্দগুলো কক্ষ
পথে ঘুরে বেড়ায়!
ক্ষণিকের আলো জ্বলে নেভে আর এক তীব্র হিংসার শরীর সর্পিল জিভ নিয়ে অন্ধকারের
কোণে কোণে নিঃশ্বাস ছড়ায়!
জ্যোত্স্নারাতে আকাশ ধুয়ে প্রেমের গল্পগুলো
তারাদের নিবিড় আশ্বাসের কথা বলে!
আর তখনই পৃথিবীতে ঝরে পড়ে অপার্থিব মায়া!
 
তিন
 
কথারা রোদ্দুর খোঁজে!
ঘাম-রক্ত-দৈন্য নৈঃশব্দের কবিতা নয়!
প্রতিটি দিন অমৃত-গরলের সমুদ্রমন্থন,
ছেঁড়া ছেঁড়া অনুভব এঁকে দেয় বিভাজন রেখা-
সময়ের স্পষ্ট স্বীকারোক্তি!
 
চার
 
দুঃস্বপ্নরা আজও ভিড় করে!
সময়ের আয়নায়
দেখি বিবর্তিত মুখ!
দুঃস্বপ্নদের আর ভয় পাই না,
জানি ভুল ভাঙার রাতে
ওরাই হবে নতুন দিশারী!

1 comment:

  1. বলেন নির্মাণ অর্থ কী? কবিতাগুলি আদৌ কোনো বিনির্মাণ? কোন তত্বে? শুধুই বর্ণনা। কিই বা হতে পারে অথবা কোনোই প্রশ্ন নেই!!

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)