প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

প্রেম | চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায় ও অজয় দেবনাথ


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/যুগলবন্দি/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | যুগলবন্দি | কবিতা | প্রেম

চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

তপ্ত দুপুর


পাখি হব বলে একটা আস্ত মহাদেশ পাড়ি দিয়ে এলাম।
নদী হব বলে একটা গোটা পাহাড়কে স্নান করিয়ে নেমে এলাম।
 
অনন্য এক রূপকথা হব বলে ব্যাঙ্গমা কিনে আনলাম।
মেঘ হব বলে মহাসাগরের বুকে দিলাম সমস্ত দিনের দহন।
একতারার বসন্ত হব বলে একটা বিরহকে পুড়িয়ে আঙরা করে দিলাম।
 
একটা তুমি হব বলে তোমাকেই বুকে পুষলাম।
শেষ পর্যন্ত একটা তপ্ত দুপুর হয়ে গেলাম।

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | যুগলবন্দি | কবিতা | প্রেম 
অজয় দেবনাথ

স্নিগ্ধধারা
 
অতৃপ্ত কামনার স্রোত নদীতে মিশত যদি
দু কূলে পরিরা খেলত মায়ার খেলা
 
আকাঙ্ক্ষিত বাসনার রঙে পৃথিবী রাঙাতে গিয়ে
আছাড় খেয়ে ছড়িয়ে পড়ল
রং মিলল না।
 
মৎস্যকন্যার সঙ্গে বাসর সাজাতে চেয়ে
নির্জন দ্বীপে দীর্ঘ প্রতীক্ষায় বসে…
কিন্তু… বসে থাকাই সার।
 
দ্বিধার বালি ছেড়ে পা বাড়াতে পেরেছ কোনদিন
আজ কেন তবে বৃথা মনস্তাপ!
 
ঘুঘুডাকা নিরালা-নিঝুম দুপুরে
আমার একলা থাকার গুহাঘর কল্পনার রঙে ক-ত সাজিয়েছি
কল্পনা— কল্পনার সাগরেই রয়ে গেছে…
 
আজ তাঁর চরণধ্বনি শুনতে পাই
অবহেলা করতে পারি না
 
তবু— তপ্ত দুপুরের একঘেয়ে ক্লান্তি মুছে নিতে
চলো স্নিগ্ধতার স্রোতে ভেসে যাই…

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)