বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/যুগলবন্দি/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা
রায়চৌধুরী সংখ্যা | যুগলবন্দি | কবিতা | প্রেম
চন্দ্রাবলী
বন্দ্যোপাধ্যায়
তপ্ত দুপুর
পাখি হব বলে একটা আস্ত
মহাদেশ পাড়ি দিয়ে এলাম।
নদী হব বলে একটা গোটা পাহাড়কে স্নান করিয়ে নেমে এলাম।
অনন্য এক রূপকথা হব বলে
ব্যাঙ্গমা কিনে আনলাম।
মেঘ হব বলে মহাসাগরের বুকে দিলাম সমস্ত দিনের দহন।
একতারার বসন্ত হব বলে একটা বিরহকে পুড়িয়ে আঙরা করে দিলাম।
একটা তুমি হব বলে
তোমাকেই বুকে পুষলাম।
শেষ পর্যন্ত একটা তপ্ত দুপুর হয়ে গেলাম।
নদী হব বলে একটা গোটা পাহাড়কে স্নান করিয়ে নেমে এলাম।
মেঘ হব বলে মহাসাগরের বুকে দিলাম সমস্ত দিনের দহন।
একতারার বসন্ত হব বলে একটা বিরহকে পুড়িয়ে আঙরা করে দিলাম।
শেষ পর্যন্ত একটা তপ্ত দুপুর হয়ে গেলাম।
স্নিগ্ধধারা
দু কূলে পরিরা খেলত মায়ার খেলা
আছাড় খেয়ে ছড়িয়ে পড়ল
রং মিলল না।
নির্জন দ্বীপে দীর্ঘ প্রতীক্ষায় বসে…
কিন্তু… বসে থাকাই সার।
আজ কেন তবে বৃথা মনস্তাপ!
আমার একলা থাকার গুহাঘর কল্পনার রঙে ক-ত সাজিয়েছি
কল্পনা— কল্পনার সাগরেই রয়ে গেছে…
অবহেলা করতে পারি না
চলো স্নিগ্ধতার স্রোতে ভেসে যাই…
No comments:
Post a Comment