বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
তাপস মাইতি
তার-আমার
একদিন সকাল সকাল বৃষ্টি ভেঙে
শরীরকে তুচ্ছ করে এগিয়ে গিয়ে দৃষ্টি রেখেছি
অথচ সেখানে কোনো আশানুরূপ ফল নেই।
তবু পায়ে লাগা কিছু ঘাসের শব্দ দেখি
আমার পাঁজর ফুঁড়ে বলছে, সে আসছেই
শরীরকে তুচ্ছ করে এগিয়ে গিয়ে দৃষ্টি রেখেছি
অথচ সেখানে কোনো আশানুরূপ ফল নেই।
তবু পায়ে লাগা কিছু ঘাসের শব্দ দেখি
আমার পাঁজর ফুঁড়ে বলছে, সে আসছেই
দূরে রামধনুর মতো আশারা মেঘের অঞ্চলে
তার-আমার সাক্ষাতের মঞ্চ তৈরি করেছে,
হাওয়া লাগতেই শুভেচ্ছা বাজাচ্ছে গাছ-পাতারা।
ছায়ার মতো চারদিক ছেয়ে উঠছে শুভ
এই তো সময়, সে এলেই মাত্র
বলে নেওয়া যেতে পারে ভালবাসার কথাটা।
তার-আমার সাক্ষাতের মঞ্চ তৈরি করেছে,
হাওয়া লাগতেই শুভেচ্ছা বাজাচ্ছে গাছ-পাতারা।
ছায়ার মতো চারদিক ছেয়ে উঠছে শুভ
এই তো সময়, সে এলেই মাত্র
বলে নেওয়া যেতে পারে ভালবাসার কথাটা।
No comments:
Post a Comment