বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
তন্ময় কবিরাজ
যখন বর্ষা এলো
যখন বর্ষা এলো
নাটকের দুজন তখন খুব ঘামছে
জানালা খুলছে-
আমি বৃষ্টি আসবে বলে
জানালা বন্ধ রেখেছি সারাদিন
বৃষ্টি না এলে ওরা ভালবাসত
ওদের দেখা হতো -
তুমি এমনই
গতিপথ হারিয়ে নদী শেষ হয়ে যায়
অনুকবিতার মোহনায়।
নাটকের দুজন তখন খুব ঘামছে
জানালা খুলছে-
জানালা বন্ধ রেখেছি সারাদিন
ওদের দেখা হতো -
গতিপথ হারিয়ে নদী শেষ হয়ে যায়
অনুকবিতার মোহনায়।
No comments:
Post a Comment