প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 31, 2024

বরষা | এক চিলতে জমি | দীপক বেরা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

দীপক বেরা

এক চিলতে জমি


পেট ভর্তি ভাত খাওয়ার বদলে, কেউ 
মাথা চিবিয়ে খায়, ঘিলু খায় রসেবশে
আর
আগামী নাটকের মুষলপর্ব রচনা করে। 
আঙিনার গার্হস্থ্য জল পোড়ে, হাওয়া পোড়ে 
আমাদের আটপৌরে অন্তর পুড়ে যায়...
অথচ 
একটা নাদুসনুদুস লোভী বেপরোয়া পেট 
চর্বচোষ্য খেয়ে ব্যাপকভাবে ফুলে ওঠে ক্রমশ 
আমাদের না-পাওয়ার আস্তাকুঁড় ঘেঁটে ঘেঁটে
এ তল্লাটের এক-হতে চাওয়া জমাট একতার 
ঘাড় মটকে, মায়াগন্ধ ফুলের মালিকানা ক্রিয়ায়।
একদিন অপরাধের রুমাল কেটে বের করে আনি
ওর শিরা, ধমনীর লালিত রক্তের লোভ-লালসা
আর মাথাভর্তি কূটকৌশলের নকশা। 
 
আছে এক চিলতে জমি, জমিতে লাঙল দিয়েছি
চেতনার বীজ বুনে ছড়িয়েছি তাতে জৈব সার 
মাথা তুলছে গাছ-গাছালি, আগামীর মহাবৃক্ষসারি।
খেলছে কানামাছি, আমাদের বিষাদ সন্তানেরা
দূর থেকে চেয়ে দেখিবুড়ি ছুঁয়ে ফেলেছে ওরা
এখন তারার মতো জ্বলছে ওদের সবার দুটো চোখ 
যেন আগুনের ফুলকি! 
ঘুম ভেঙে চেয়ে দেখিপুড়ে ঝলসে গেছে 
সেই ফুলে ফেঁপে ওঠা লোভী পেটের নাড়িভুঁড়ি
আর পুড়ে ছাই হয়ে গেছে শিরা, ধমনী
আর সেই মুষল ষড়যন্ত্রের কূটকৌশলী মাথাটা!

2 comments:

  1. মন ছুঁয়ে যাওয়া বলিষ্ঠ কবিতা।

    ReplyDelete
    Replies
    1. দীপক বেরাSeptember 8, 2024 at 10:53 PM

      আন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ।

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)